Advertisement
১১ মে ২০২৪

পিস্টোরিয়াস মামলায় রহস্য বেড়েই চলেছে

অস্কার পিস্টেরিয়াস কি মিথ্যে বয়ান দিয়েছেন? বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিটের বিরুদ্ধে চলা মামলায় সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

সে দিন এ ভাবেই দরজা ভাঙা হয়েছিল। আদালতে ঘটনার অভিনয় করে দেখাচ্ছেন এক পুলিশ কর্মী। বুধবার। ছবি: এএফপি।

সে দিন এ ভাবেই দরজা ভাঙা হয়েছিল। আদালতে ঘটনার অভিনয় করে দেখাচ্ছেন এক পুলিশ কর্মী। বুধবার। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
প্রিটোরিয়া শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০৪:৪৬
Share: Save:

অস্কার পিস্টেরিয়াস কি মিথ্যে বয়ান দিয়েছেন? বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিটের বিরুদ্ধে চলা মামলায় সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

পিস্টোরিয়াসের বয়ানের ভিত্তিতে এ দিন কোর্টে পিস্টোরিয়াসের সামনেই তাঁর বাড়ির শৌচালয়ের মডেল হাজির করা হয়েছিল। পিস্টোরিয়াস বয়ানে বলেছিলেন ঘটনার দিন বাড়িতে অন্য কেউ ঢুকে পড়েছে ভেবে তিনি গুলি চালিয়েছিলেন। গুলি লাগে শৌচালয়ের দরজায়। তার পরই শৌচালয়ে বান্ধবী থাকতে পারে ভেবে কৃত্রিম পা ছাড়াই তিনি একটি ক্রিকেট ব্যাট দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা এ দিন বলেন পিস্টোরিয়াস সে দিন কৃত্রিম পা পরে ছিলেন না। তাঁরা আদালতে দেখান পিস্টোরিয়াস কৃত্রিম পা নিয়ে দরজায় ব্যাটের আঘাত করলে যেখানে চিহ্ন থাকার কথা পিস্টোরিয়াসের শৌচালয়ের দরজায় সেখানে আঘাতের চিহ্ন নেই। তার কিছুটা নীচে আছে। জবাবে পিস্টোরিয়াসের আইনজীবীরা বলেন, প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিট হয়তো কিছুটা ঝুঁকে আঘাত করেছিলেন।

দরজায় ঠিক কোথায় আঘাত রয়েছে এবং তখন পিস্টোরিয়াস কৃত্রিম পা পরা অবস্থায় ছিলেন কি না সেটার উপরই তাঁর বয়ানের সত্যতা নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকার পুলিশের অভিযোগ জেনেশুনেই রিভাকে খুন করা হয়েছে। ভুল করে নয়। তাই খতিয়ে দেখা হচ্ছে ‘ব্লেড রানার’ যা বলছেন তা সত্যি না মিথ্যে। গত বছর ‘ভ্যালেন্টাইন্স ডে’-র দিন খুন হন রিভা। দোষী প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

oscar pistorius murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE