Advertisement
০২ মে ২০২৪

পর্তুগালের অবিশ্বাস্য লড়াইয়ে রোনাল্ডোই ভরসা

কয়েক ঘণ্টা পরই ঘানার সেই বিখ্যাত ওঝা ‘বুধবারের শয়তান’ মাথা চাপড়াবেন। ভুল লোককে কালো জাদু করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাঁটু আর পেশির চোটের জন্য তিনিই দায়ী বলে বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছিলেন। পর্তুগাল আর ঘানা ম্যাচের পরই তিনি আফসোস করবেন যাঁকে কালো জাদুতে ফাঁসিয়েছেন বলে ভেবেছিলেন তিনি রোনাল্ডো নন, ফ্র্যাঙ্ক রিবেরি।

প্র্যাকটিসে নতুন হেয়ার স্টাইলে রোনাল্ডো। ব্রাসিলিয়ায়। ছবি: উত্‌পল সরকার।

প্র্যাকটিসে নতুন হেয়ার স্টাইলে রোনাল্ডো। ব্রাসিলিয়ায়। ছবি: উত্‌পল সরকার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০৩:৩৭
Share: Save:

কয়েক ঘণ্টা পরই ঘানার সেই বিখ্যাত ওঝা ‘বুধবারের শয়তান’ মাথা চাপড়াবেন। ভুল লোককে কালো জাদু করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাঁটু আর পেশির চোটের জন্য তিনিই দায়ী বলে বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছিলেন। পর্তুগাল আর ঘানা ম্যাচের পরই তিনি আফসোস করবেন যাঁকে কালো জাদুতে ফাঁসিয়েছেন বলে ভেবেছিলেন তিনি রোনাল্ডো নন, ফ্র্যাঙ্ক রিবেরি।

পর্তুগাল সমর্থকদের এমন টুইট-ই দেখা গেল বুধবার। সোশ্যাল নেটওয়ার্কে সিআর সেভেনের ভক্তদের এখনও বিশ্বাস, পর্তুগাল শেষ আটে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ম্যাচ ড্র হওয়ার পর অনেকে বলেছিলেন, রোনাল্ডোরা অঙ্কের হিসেবে টিকে থাকলেও কার্যত ছিটকে গিয়েছেন। তেমনই পর্তুগাল অধিনায়কের কিছু সমর্থক কিন্তু এখনও আশায় বুক বেঁধে রয়েছেন মেসি, নেইমারের পর এ বার রোনাল্ডোর জ্বলে ওঠার পালা।

এমন একটা পরিস্থিতির অপেক্ষাই তো ছিল। তার হাতেই ঝুলছে পর্তুগালের ভাগ্য। প্লে অফে যেমন তিনি সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিকে ছুটি করে দিয়েছিলেন ইব্রাহিমোভিচের সুইডেনকে। এ বার পালা আসামোয়া জিয়ানের ঘানার! মহানায়কের আগুন ঝরানোর এর থেকে ভাল পরিস্থিতি কী হতে পারে?

কটাক্ষও আছে। প্র্যাকটিসে সিআর সেভেনকে নতুন হেয়ারস্টাইলে দেখা যায় এ দিন। মহাতারকতার নতুন ‘মোহক হেয়ারকাট’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এক জন টুইট করেন, ‘ওয়ার্ল্ড কাপ স্কোর: মেসি আর নেইমার- তিন ম্যাচে চার গোল। আর রোনাল্ডো- দু’ম্যাচে দুটো হেয়ারকাট।’

রয়েছে মেসিকে পিছনে ফেলে দেওয়াও। বিশ্বকাপে স্পনসরশিপ থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে বার্সেলোনার তারকা রোনাল্ডোর চেয়ে পিছিয়ে। স্পনসর নাইকির সঙ্গে সিআর সেভেনের যে নতুন চুক্তি হয়েছে তাতে বছরে তাঁর আয়ের পরিমাণ মেসির চেয়ে বেশি। ১৪.১ মিলিয়ন পাউন্ড। সদ্যই রোনাল্ডোর সঙ্গে এই চুক্তি হয়েছে। মেসির স্পনসর আডিডাসের সঙ্গে চুক্তি সেখানে বছরে ১৩.৬ মিলিয়ন পাউন্ডের। রিয়াল মাদ্রিদ তারকার বিপণন জগতে তুমুল আকর্ষণই তাঁকে আর্থিক চুক্তিতে সবচেয়ে এগিয়ে রেখেছে।

পতুর্গাল সমর্থকদের অবশ্য এখন রোনাল্ডোর চুক্তি নিয়ে অত মাথাব্যথা নেই। আপাতত একটাই টার্গেট, ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। অবশ্য তাতেও যে নক আউটে যাওয়ার রাস্তা পুরোপুরি কাঁটামুক্ত হবে এমন নয়। জার্মানি আর যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু ম্যাচে নামার আগেই চোট আঘাতের কাঁটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে পর্তুগাল কোচ পাওলো বেন্তোকে। কোয়েন্ত্রাও, প্যাট্রিসিও, আলমেইডা, পস্তিগার চোট। তাই লেফট ব্যাকে মিগুয়েল ভেলোসো নামতে পারেন। মিডফিল্ডে উইলিয়াম কার্ভালহোর শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে।

গ্রুপের প্রথম দুই ম্যাচে পর্তুগালের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। দু’গোল দিলেও রোনাল্ডোরা ছ’গোল খেয়েছেন। পর্তুগালের মতোই ঘানার প্রথম দু’ম্যাচে পয়েন্ট এক। গোল পার্থক্য -১। তাই নক আউটে যেতে হলে পর্তুগালকে হারানোর পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। মুলাররা যদি ক্লিন্ট ডেম্পসির টিমকে হারাতে পারে তা হলেই নক আউটে যাওয়ার আশা থাকবে পর্তুগাল বা ঘানার। সে ক্ষেত্রে মুলাররা এক গোলে জিতলে রোনাল্ডোদের জিততে হবে ছ’গোলের ব্যবধানে। অনেকে বলবেন অসম্ভব। কিন্তু রোনাল্ডো ভক্তদের টলানোর সাধ্য কী!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup portugal ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE