Advertisement
০৬ মে ২০২৪

ফুটবলারদের চিন্তা বকেয়া, সুব্রতর মাথায় এখন মামলা

কলকাতা, ভুটান, গোয়াতে খেতাব-খরা কাটেনি মোহনবাগানের। আই লিগে কাটবে কি? ফেড কাপে ব্যর্থতার পর ক্লাবের সাম্প্রতিক ডামাডোলের পরিপ্রেক্ষিতে আই লিগ নিয়ে আশায় বুক বাঁধতেও ভরসা পাচ্ছেন না বাগান সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৫ ০২:৪৬
Share: Save:

কলকাতা, ভুটান, গোয়াতে খেতাব-খরা কাটেনি মোহনবাগানের। আই লিগে কাটবে কি?

ফেড কাপে ব্যর্থতার পর ক্লাবের সাম্প্রতিক ডামাডোলের পরিপ্রেক্ষিতে আই লিগ নিয়ে আশায় বুক বাঁধতেও ভরসা পাচ্ছেন না বাগান সমর্থকরা। সমর্থকদের সঙ্গে ফুটবলাররাও চিন্তিত বকেয়া বেতন নিয়ে। ১৫ জানুয়ারি পেরোলেই ফুটবলারদের বকেয়া তিন মাসে পড়বে। ফলে আই লিগের আগে ফুটবলারদের বকেয়া না মিটলে আই লিগের আগে সনি নর্ডি, লালকমলদের মোটিভেট করাটাই সমস্যা হয়ে যাবে বলে মনে করছেন ক্লাব কর্তাদের কেউ কেউ। বকেয়া বেতনের তালিকায় বলবন্ত, শিল্টনদের মতো আইএসএল ফেরত ফুটবলাররা না থাকলেও সনি, লালকমল-সহ আইএসএল না খেলা কয়েকজন জুনিয়র ফুটবলার রয়েছেন সে তালিকায়।

পদত্যাগের কাণ্ডের পর এ দিন ক্লাব তাঁবুতে আসেননি বাগানের কোনও শীর্ষ কর্তাই। ফোনে যোগাযোগ করা হলে সচিব অঞ্জন মিত্র বলেন, “আই লিগের আগে কী ভাবে ফুটবলারদের মোটিভেট করা যায় তা নিয়ে আমরাও চিন্তা-ভাবনা করছি। ফুটবলারদের বকেয়া মেটানোর ব্যাপারেও কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। দল ফিরলে কোচের সঙ্গে আলোচনা করব এ ব্যাপারে।”

এ দিন বিকেলে তাঁবুতে এসেছিলেন সুব্রত ভট্টাচার্য। তবে তাঁবুতে কিছুক্ষণ কাটিয়েই বেরিয়ে যান তিনি। যাওয়ার আগে বলে যান, “কবে ক্লাবের আসন্ন নির্বাচন এবং সাধারণ সভার দিন ঘোষণা হবে সেটা দেখতে চাই। সাধারণ সভায় ক্লাবের আয়-ব্যয়ের অডিট হওয়া হিসেব নিয়ে আমাদের যা প্রশ্ন আছে তা তুলব। উত্তর না পেলে আদালতের রাস্তা তো খোলাই রয়েছে।”

যা শুনে মোহনবাগান সচিব বলছেন, “কর্মসমিতির বৈঠকে আয়-ব্যয়ের অডিট হওয়া রিপোর্ট পাস হয়ে গিয়েছে। সাধারণ সভাতেও তা পাস হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

i league subrata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE