Advertisement
১৮ মে ২০২৪

ফের লিগ শীর্ষে যাওয়ার সুযোগ হাবাসের সামনে

অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন গোলের মধ্যে থাকা আরাতা ইজুমি। একই কারণে নেই টিমের সেরা বিদেশি ডিফেন্ডার জোসেমি। জুয়েল রাজা এবং ভালদোও যাননি গুয়াহাটিতে।

ইয়ান হিউম। আজ আরাতাহীন আটলেটিকোর প্রধান ভরসা।

ইয়ান হিউম। আজ আরাতাহীন আটলেটিকোর প্রধান ভরসা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৫ ০২:০০
Share: Save:

অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন গোলের মধ্যে থাকা আরাতা ইজুমি। একই কারণে নেই টিমের সেরা বিদেশি ডিফেন্ডার জোসেমি। জুয়েল রাজা এবং ভালদোও যাননি গুয়াহাটিতে।

তাতে অবশ্য এতটুকু চিন্তিত নন আন্তোনিও লোপেজ হাবাস। জন আব্রাহামের টিমের বিরুদ্ধে খেলতে নামার চব্বিশ ঘন্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে আটলেটিকোর স্প্যানিশ কোচ বলে দিয়েছেন, ‘‘সব ম্যাচ সবাই জেতে না। পুণেতে গিয়ে একটা ম্যাচ হেরেছি বলে চিন্তার কিছু নেই। কোনও চাপও নেই। আবার জয়ে ফিরবে টিম। সেই বিশ্বাস এবং ক্ষমতা আমাদের টিমের আছে।’’

আজ শুক্রবার সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে কলকাতা। এই ম্যাচ জিতলেই তিন নম্বর থেকে ফের লিগ টেবলের শীর্ষে চলে যাবেন অর্ণব-বোরহারা। হাবাসকে সেটা মনে করিয়ে দেওয়া হলে গতবারের চ্যাম্পিয়ন টিমের কোচ বলে দিয়েছেন, ‘‘সেটা জানি। কিন্তু আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। প্রথম লক্ষ্য সেমিফাইনালে ওঠা।’’ টিম সূত্রের খবর, টিম মিটিংয়ে শেষ চারে যাওয়ার জন্য ২৪ পয়েন্টের লক্ষ্য বেঁধে দিয়েছেন হাবাস।

লিগ টেবলের লাস্ট বয় নর্থ-ইস্ট ইউনাইটেড হঠাৎ-ই ঘুরে দাঁড়িয়ে হারিয়েছে শক্তিশালী চেন্নাইয়ানকে। তীব্র উত্তেজক ওই ম্যাচে শেষ মূহূর্তে গোল করে জেতে গুয়াহাটির দলটি। ওই ম্যাচে তীব্র চাপের মধ্যেও পেনাল্টি থেকে গোল করেছিলেন চোট সারিয়ে ফিরে আসা সিমাও সাব্রোসা। পর্তুগাল জাতীয় দল ও বার্সেলোনা প্রাক্তনের এটাই ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। চোট সারিয়ে ফেরা শিলং দলের মার্কি ফুটবলার সিমাও গোল চাইছেন কলকাতার বিরুদ্ধে। বলে দিয়েছেন, ‘‘আমরা সবে জিততে শুরু করেছি। এটা ধরে রাখতে হবে। মাঠ ভর্তি আমাদের সমর্থকরা থাকবে। ঘরের মাঠে সেই সুযোগটা নিতেই হবে আমাদের।’’

আইএসএল খেলতে আসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের দুই ফুটবলার সিমাও বনাম পস্টিগার লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ফুটবল মহল। তবে সেটা হচ্ছে না কলকাতার মার্কি হেল্ডার পস্টিগা চোটের জন্য দেশে ফিরে যাওয়ায়। কিন্তু সিমাওকে আটকাতে পারবে কলকাতার ডিফেন্স? যেখানে আবার জোসেমি-র মতো স্টপার নেই। হাবাসের কাছে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল। ‘‘কোনও একজনের উপর নির্ভর করি না। হাতে যে ফুটবলার আছে তাতে আমি খুশি। পস্টিগার রি-হ্যাব চলছে। সুস্থ হয়ে যাবে।’’ বলে দিয়েছেম কলকাতার কোচ।

আরাতার জায়গায় বলজিৎ সিংহকে খেলাবেন ঠিক করে ফেলেছেন হাবাস। কিন্তু বৃহস্পতিবার রাতের অনুশীলনে অর্ণবের সঙ্গে রিনো অ্যান্টো না নাতো কাকে স্টপারে খেলাবেন বুঝতে দেননি তিনি। এ দিন সন্ধ্যায় গুয়াহাটি স্টোডিয়ামে ঘন্টা খানেকের অনুশীলনে সামনে হিউমকে এবং একটু পিছিয়ে বলজিতকে খেলানো হয়। টিম মিটিংয়ে কলকাতা কোচ তাঁর টিমকে দু’টো বিষয়ে সতর্ক করেছেন। এক) বিপক্ষ টিমের গতিময় বেশ কয়েকজন ফুটবলার আছে। কিছুতেই উইং প্লে করতে দেওয়া যাবে না। দুই) এই ম্যাচটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। জেতার রাস্তায় ফিরতেই হবে।

নাটকীয় জয় গোয়ার

ঘরের মাঠে পিছিয়ে গিয়েও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নাটকীয় জয় পেল এফসি গোয়া। এই জয়ের ফলে লিগ টেবলে এক নম্বরে উঠে এল লুসিওদের টিম। আর চার নম্বরে চলে গেল কলকাতা। মারগাওতে বৃহস্পতিবার জিকোর দল জিতল ২-১। ম্যাচের শুরুতেই মহম্মদ রফির হেড দিয়ে করা গোলে এগিয়ে গিয়েছিল কেরল। কিন্তু প্রথমার্দের একদম শেষ লগ্নে গোয়ার হয়ে সমতা ফেরান লিও মৌরা। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে মন্দার রাও দেশাইয়ের কর্নার থেকে জয়ের গোল করে যান গ্রেগরি আর্নোলিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE