Advertisement
E-Paper

ফলো অন বাঁচাতে ভারত তাকিয়ে ধোনির দিকে

ইংল্যান্ডকে বুধবার আবার ব্যাট করতে পাঠানোর জন্য এখনও ভারতকে করতে হবে ৪৭ রান। আর সেই রানটা তোলার জন্য টিম তাকিয়ে অধিনায়কের দিকে। তৃতীয় দিনের শেষে মহেন্দ্র সিংহ ধোনি অপরাজিত ৫০। ভারত ৩২৩-৮। ধোনির সঙ্গে রয়েছেন মহম্মদ শামি। এ দিন অধিনায়ক হিসেবে টেস্টে সব চেয়ে বেশি ছয় মারার (৫০) রেকর্ড করলেন ধোনি। ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড। কিন্তু ইংল্যান্ড বোলারদের সামলে ফলো অন বাঁচাতে পারবেন কিনা, এখন সেটাই বড় প্রশ্ন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০২:০৪
ধোনির প্রাণপাত। সাউদাম্পটনে। ছবি: এপি

ধোনির প্রাণপাত। সাউদাম্পটনে। ছবি: এপি

ইংল্যান্ডকে বুধবার আবার ব্যাট করতে পাঠানোর জন্য এখনও ভারতকে করতে হবে ৪৭ রান। আর সেই রানটা তোলার জন্য টিম তাকিয়ে অধিনায়কের দিকে। তৃতীয় দিনের শেষে মহেন্দ্র সিংহ ধোনি অপরাজিত ৫০। ভারত ৩২৩-৮। ধোনির সঙ্গে রয়েছেন মহম্মদ শামি। এ দিন অধিনায়ক হিসেবে টেস্টে সব চেয়ে বেশি ছয় মারার (৫০) রেকর্ড করলেন ধোনি। ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড। কিন্তু ইংল্যান্ড বোলারদের সামলে ফলো অন বাঁচাতে পারবেন কিনা, এখন সেটাই বড় প্রশ্ন।

দ্বিতীয় দিনের শেষেই ব্যাট করতে নেমে শিখর ধবনের উইকেট হারিয়েছিল ভারত। এ দিন চেতেশ্বর পূজারা আর মুরলী বিজয় তাই শুরুতে বেশ সতর্ক ছিলেন। কিন্তু এই পিচে ভারতীয় বোলারদের থেকে অনেক বেশি ঘাতক হয়ে ওঠার চ্যালেঞ্জে সফল ইংল্যান্ডের পেসাররা। গতির সঙ্গে সুইং, সিম আর নাক ছুঁয়ে যাওয়া বাউন্সে ভারতীয় ব্যাটসম্যানদের প্রায় সারা দিনই অস্বস্তিতে থাকতে দেখা গেল। তাই ছয় ভারতীয় ব্যাটসম্যান কুড়ি রানের ঘর পেরিয়ে, পঞ্চাশের বেশি বল সামলেও আউট হয়ে গেলেন। মুরলী বিজয় (৩৫), পূজারা (২৪), বিরাট কোহলি (৩৯), রোহিত শর্মা (২৮), জাডেজা (৩১) উইকেটে দীর্ঘক্ষণ টিকতে পারলেন না কেউই। একমাত্র অজিঙ্ক রাহানে (৫৪) বাদে।

সাত অ্যাওয়ে টেস্টে পঞ্চাশের বেশি রান করে দলের আরও বড় বিপর্যয় কিছুটা হলেও প্রতিরোধ করতে সফল তিনিই। তার জন্য ভাগ্যও সঙ্গ দিয়েছে রাহানেকে। আট রানের মাথায় মইন আলির অফব্রেকে তাঁর ব্যাট ছোঁয়ানোর জোরালো আবেদন উঠেছিল। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ধাক্কা দেওয়ার কাজটা শুরু করেছিলেন ব্রড। পূজারা আর বিজয়কে তুলে নিয়ে। ব্রডের সঙ্গে যোগ দেন অ্যান্ডারসনও। তিনি তুলে নেন বিরাট কোহলিকে। পরে জাডেজাকেও। ভারত আর ফলো অনের মাঝে এখন শুধু ‘ক্যাপ্টেন কুল’।

ইংল্যান্ড প্রথম ইনিংস ৫৬৯-৭ (ডিঃ)
ভারত প্রথম ইনিংস (আগের দিন ২৫-১)

বিজয় বো ব্রড ৩৫
পূজারা ক বাটলার বো ব্রড ২৪
কোহলি ক কুক বো অ্যান্ডারসন ৩৯
রাহানে ক টেরি (পরিবর্ত) বো আলি ৫৪
রোহিত ক ব্রড বো আলি ২৮
ধোনি ব্যাটিং ৫০
জাডেজা এলবিডব্লিউ অ্যান্ডারসন ৩১
ভুবনেশ্বর ক ব্যালান্স বো ব্রড ১৯
শামি ব্যাটিং ৪
অতিরিক্ত ৩৩
মোট ৩২৩-৮
পতন: ৫৬, ৮৮, ১৩৬, ২১০, ২১৭, ২৭৫, ৩১৩।
বোলিং: অ্যান্ডারসন ২৪-৯-৫২-৩, ব্রড ২৩-৬-৬৫-৩, জর্ডন ১৭-৪-৫৯-০, ওকস ২০-৮-৬০-০, আলি ১৮-০-৬২-২।

india england test MS Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy