Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্রাজিলেও ‘বামবাম’ তাড়া করছে রোনাল্ডোকে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! আর সেই ফাঁদ যদি হয় ব্রাজিলের সুন্দরী ‘মিস্ বামবাম’ ওরফে আন্দ্রেসা উরাখের, তা হলে সেটা এড়ানো যে কতটা কঠিন, তা পেলের দেশে পা দিয়ে হাড়ে হাড়ে বুঝেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টার মধ্যে বিড়ম্বনা।

ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টার মধ্যে বিড়ম্বনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুন ২০১৪ ০২:৫৭
Share: Save:

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! আর সেই ফাঁদ যদি হয় ব্রাজিলের সুন্দরী ‘মিস্ বামবাম’ ওরফে আন্দ্রেসা উরাখের, তা হলে সেটা এড়ানো যে কতটা কঠিন, তা পেলের দেশে পা দিয়ে হাড়ে হাড়ে বুঝেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

এক বছর আগে যে আন্দ্রেসা বিতর্ক নাজেহাল করেছিল সিআর সেভেনকে সেই ‘মিস বামবাম’ ব্রাজিলেও ধাওয়া করলেন রোনাল্ডোকে। শুধু ধাওয়া করেই ক্ষান্ত হননি এই ব্রাজিল কন্যা। বুধবার সাংবাদিকের পরিচয় পত্র সংগ্রহ করে মাইক্রোফোন হাতে সটান হাজির হয়ে গিয়েছিলেন মোজেস লুকারেলি স্টেডিয়ামে পর্তুগালের অনুশীলনে। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তাঁকে বের করে দেন অনুশীলন থেকে।

এক সপ্তাহ আগেই এই ব্রাজিলীয় সুন্দরী রোনাল্ডোকে স্বাগত জানাতে সোজা হাজির হয়ে গিয়েছিলেন কাম্পিনাসের পর্তুগাল শিবিরে। সে দিন আন্দ্রেসার উর্ধ্বাঙ্গ নিরাভরণ ছিল। বদলে পর্তুগালের সবুজ-মেরুন জার্সির আদলে শরীরে রং করিয়ে নিয়েছিলেন তিনি। হাতে ছিল পোস্টার। যেখানে লেখা ছিল, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তোমাকে চুম্বন’। সে দিনই তাঁকে চিনে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। মিডিয়াও তাঁর এক বছর আগের বিতর্কিত ঘটনা টেনে এনে খবর করে দেয়। এই ঘটনা পর্তুগাল শিবির খুব একটা ভাল চোখে দেখেনি। এমনিতেই জার্মানির কাছে প্রথম ম্যাচ হেরে বেকায়দায় রোনাল্ডোর দল। সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ। যাদের কোচ উরগেন ক্লিন্সম্যান। ফলে আন্দ্রেসা সম্পর্কে নিরাপত্তারক্ষীরা আগেভাগেই পর্তুগিজ টিম ম্যানেজমেন্ট থেকে অবহিত ছিলেন বলেই অনুমান ঘটনার সময় উপস্থিত সাংবাদিককুলের। তাই বুধবার বড় কোনও বিতর্ক তৈরি হওয়ার আগেই আন্দ্রেসাকে বের করে দেওয়া হয়। তবে এ বার ‘টপলেস’ হয়ে পর্তুগাল অনুশীলনে যাননি আন্দ্রেসা। পরনে ছিল পর্তুগালের জার্সি ও ট্রাউজার। ঘটনার সময় রোনাল্ডোরা অনুশীলনে না নামলেও তার কিছুক্ষণ পরেই মাঠে নামে পাওলো বেন্তোর দল।

পতুর্গাল অনুশীলনে ফের হাজির বিতর্কিত সেই মহিলা।

বিষয়টি নিয়ে রোনাল্ডো কোনও প্রতিক্রিয়া না দিলেও চুপ করে থাকেননি আন্দ্রেসা। মিডিয়ার কাছে তাঁর স্বীকারোক্তি, “আমি রোনাল্ডোর ফ্যান। তাই ওকে শুভেচ্ছা জানাতেই এসেছিলাম। কিন্তু ওরা আমাকে শুধু অনুশীলন থেকে বের করে দিয়েই থেমে থাকেনি। আমার সাংবাদিক-পরিচয়পত্রটাও আটকে রেখে দিয়েছে।” তিনি আরও বলেন, “রেড টিভিতে আমার সঞ্চালিত অনুষ্ঠানের জন্যই টিভি চ্যানেলের রিপোর্টার আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু ওরা সাংবাদিকের কাজ করার স্বাধীনতাও কেড়ে নিল।”

এক বছর আগে এই ব্রাজিলিয়ান মডেল কন্যা মিডিয়ার সামনে বলেছিলেন, রোনাল্ডোর সঙ্গে শয়নের অভিজ্ঞতা রয়েছে তার। এর পরেই ইউরোপের মিডিয়া রোনাল্ডোর ব্যক্তিগত জীবন টেনে এনে খবর করে, রুশ বান্ধবী ইরিনা শায়েককে ঠকিয়েছেন সিআর সেভেন। যা পড়ে বেজায় চটেছিলেন রোনাল্ডো। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি তখন বলেছিলেন, “ওই মডেল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা কথা বলছে। আন্দ্রেসা উরাখ বলে কাউকেই চিনি না।”

এ দিকে, বৃহস্পতিবারও রোনাল্ডোর চোট নিয়ে ধোঁয়াশা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি শুরু থেকেই মাঠে থাকবেন কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে রোনাল্ডোর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ক্লিন্সম্যানের দলের বিরুদ্ধে নামার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন সিআর সেভেন। পর্তুগাল শিবির থেকেও বলা হয়েছে, রোনাল্ডো পুরোপুরি সুস্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup ronaldo portugal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE