আগাম খবর ছিল ব্রাজিল পুলিশের কাছে। আর্জেন্তিনার উগ্র সমর্থকরা ঝামেলা পাকাতে পারে। আর্জেন্তিনা পুলিশ দু’হাজার ‘বিপজ্জনক’ সমর্থকের একটা তালিকাও পাঠিয়েছিল ব্রাজিল পুলিশকে। যাঁদের একাধিক অশান্তিতে নাম থাকার অভিযোগে আর্জেন্তিনার ম্যাচে স্টেডিয়ামে ঢোকা পর্যন্ত নিষিদ্ধ। কিন্তু মাঠের বাইরের এই যুদ্ধেও ব্রাজিলে মেসিদের মতোই এখনও অপরাজিত এই উগ্র আর্জেন্তিনীয় সমর্থকরা।
‘বেবোতে ২ আর্জেন্তিনা পুলিশ ০’। লিওনেল মেসিরা সুইৎজারল্যান্ডকে হারানোর পর বেবোতে আলভারেজ ঠিক এটাই পোস্ট করেছিলেন ফেসবুকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আর্জেন্তিনার উগ্র সমর্থকদের নেতা বেবোতে সঙ্গীদের নিয়ে দু’টো ম্যাচে স্টেডিয়ামে ঢুকে চুটিয়ে খেলা দেখেছেন। আর্জেন্তিনা বা ব্রাজিলের পুলিশ টিকিও ছুঁতে পারেনি। স্কোরলাইনটার অর্থ সেটাই। “আমাকে বিশ্বাস করে যাঁরা টিকিট দিয়েছিলেন তাঁদের ধন্যবাদ। আমরা দারুণ উপভোগ করেছি ম্যাচটা,’’ বার্তা বেবোতের। কিন্তু কী ভাবে বেবোতেরা পুলিশকে ডজ করে ঢুকলেন সেটাই মাথায় ঢুকছিল না পুলিশের। বেবোতেই সেটা ফাঁস করেন।
ব্রাজিলিয়ান মিডিয়ার মতে নাইজিরিয়া ম্যাচে সমর্থকদের অন্য একটি গ্রুপের সাহায্যে বেবোতের দলের প্রায় ২০০ উগ্র আর্জেন্তিনীয় সমর্থক স্টেডিয়ামে ঢুকেছিল। কোরিন্থিয়ান্স এরিনায় মেসিদের প্রি-কোয়ার্টারের ম্যাচে নিরাপত্তা আরও জোরদার থাকায় অন্য উপায় ভাবেন বেবোতে। পুলিশের চোখে ধুলো দিতে সুইস সমর্থক সেজে স্টেডিয়ামে ঢোকেন তিনি। মুখে সুইস পতাকা আঁকা, গায়ে জারদান শাকিরিদের মতো লাল জার্সি। দেখে কে বলবে তিনি ঘোর আর্জেন্তিনীয় সমর্থক! পুলিশও বুঝতে পারেনি। তবে গ্যালারিতে চারিদিকে নীল-সাদা জার্সির মধ্যে হঠাৎ এক লাল জার্সিতে বসা দর্শক দেখে যে কয়েক জন অবাক হননি তা নয়। তবে সে রকম গা করেননি কেউ।
ম্যাচের পর বেবোতের ফেসবুক পোস্ট দেখার পর তাঁদের চোখ ছানাবড়া। কী ভাবে সুইস সমর্থকের ছদ্মবেশ নিয়েছেন সেই মেকআপ নেওয়ার ছবি দেওয়ার পাশাপাশি আর্জেন্তিনীয় পুলিশের উদ্দেশে মধ্যমাও দেখাতে ভোলেননি বেবোতে। যাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ জাল নথি দেখিয়ে ব্রাজিলে ঢোকার অপরাধে।
নিজের পাসপোর্টই দেখিয়েছিলেন বেবোতে কিন্তু নম্বরটা জাল ছিল। টিম যত এগোচ্ছে বেবোতেদের মাঠের বাইরের ম্যাচও ততটাই কঠিন হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছদ্মবেশের ব্যাপারটা ফাঁস হয়ে যাওয়ার পর মেসিদের শেষ আটের ম্যাচে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। এ বার ম্যাচের স্কোরলাইনটা কী দাঁড়ায় সেটাই দেখার।