Advertisement
E-Paper

স্টেইন বুঝিয়ে দিল ওর দামও চোদ্দো কোটি হওয়া উচিত

দেওধর ট্রফির কমেন্ট্রি করতে করতে ডেল স্টেইনের অবিশ্বাস্য শেষ ওভারটা দেখার পর, কী যে বলব বুঝে উঠতে পারছি না। শেষ ওভারে চাই সাত, এক দিকে রস টেলর। যে কি না মর্নি মর্কেলের মতো পেসারকে কার্যত স্পিনারের পর্যায়ে নামিয়ে এনেছে, মাত্র ৩৬ বলে ৬২ নট আউট করে দুর্ধর্ষ একটা জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডকে।

দীপ দাশগুপ্ত

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০৩:৫৬

দেওধর ট্রফির কমেন্ট্রি করতে করতে ডেল স্টেইনের অবিশ্বাস্য শেষ ওভারটা দেখার পর, কী যে বলব বুঝে উঠতে পারছি না।

শেষ ওভারে চাই সাত, এক দিকে রস টেলর। যে কি না মর্নি মর্কেলের মতো পেসারকে কার্যত স্পিনারের পর্যায়ে নামিয়ে এনেছে, মাত্র ৩৬ বলে ৬২ নট আউট করে দুর্ধর্ষ একটা জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডকে। স্টেইনকে তখন বল হাতে ছুটে আসতে দেখেও মনে হয়নি ম্যাচটা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এ ভাবে জিতবে। ওই অসহ্য চাপের মধ্যে স্টেইন নিল দু’টো উইকেট! দিল মাত্র চারটে রান! আর শেষ বলে রান আউট করে ছাড়ল টেলরকেই, মাঠ ছাড়ল টিমকে ২ রানে জিতিয়ে!

আমি সাহিত্যিক নই। ভাষায় স্টেইনের ওই বোলিং বর্ণনা করা সম্ভব নয়। শুধু বলব, যাঁরা সোমবার টিভিতে ৪-০-১৭-৪ স্পেলটা দেখলেন তাঁরা ভাগ্যবান। আসল ফাস্ট বোলিং যে টি-টোয়েন্টি দুনিয়াতেও ব্যাটসম্যানদের কী ভাবে নাকানিচোবানি খাওয়াতে পারে, স্টেইনের ওই আগুনে বোলিং না দেখলে বিশ্বাস করা সম্ভব না।

টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যান যতটা ম্যাচ উইনার হতে পারে, ঠিক ততটাই হতে পারে একজন বোলার। টি-টোয়েন্টি নিয়ে প্রচলিত ধারণা আছে যে, এটা ব্যাটসম্যান’স গেম। বোলাররা নামে শুধু বেধড়ক মার খাওয়ার জন্য। কিন্তু চলতি বিশ্বকাপে স্টেইন-মালিঙ্গা-মিশ্রদের বোলিং দেখে ধারণাটা পাল্টানো উচিত। মালিঙ্গা পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছে। স্টেইন চার উইকেট নিয়ে টেলরদের নিশ্চিত জয়ের বারোটা বাজিয়ে দিল। অমিত মিশ্র পরপর দু’টো ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। এর পর কী বলবেন?

তবে স্টেইনকে আমি মালিঙ্গা বা মিশ্রর চেয়ে বেশি কৃতিত্ব দেব। প্রথমত, ও এমন একটা পিচে বল করেছে যা ব্যাটসম্যান-সহায়ক। স্পিনারদের তবু সাহায্য করে কিন্তু পেসারদের নয়। সেখানে ও প্রায় ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে টেলর-ম্যাকালামদের শুইয়ে দিল! স্টেইনের মাইন্ডসেট আমার বরাবরই অসাধারণ লাগে। ও যে কোনও পরিস্থিতিতে বোঝাতে চায়, ম্যাচটা ও-ই জিতবে। প্রতিপক্ষ নয়। আজ শেষ ওভারটা করার আগে ওর তাকানো দেখছিলাম। উইকেট তুলে, ব্যাটসম্যানকে বিট করিয়ে মুচকি হাসছে। একটা চার খেল, তার পর দেখলাম আবারও একটা হাসিতাচ্ছিল্যের। ব্যাটসম্যানকে যেন বুঝিয়ে দেওয়া, এটা ফ্লুক। পরেরটাতেই তুমি যাবে। নাথন ম্যাকালাম গেলও!

হালফিলে মিচেল জনসনের সঙ্গে ওর খুব তুলনা চলছে। জনসন বিশ্বকাপ খেলছে না। ট্র্যাকরেকর্ড ধরলে স্টেইন এগিয়ে। কারণ জনসন শুধু ভয় পাইয়ে ব্যাটসম্যানকে আউট করবে। স্টেইন সেখানে যেমন ভয় পাওয়াবে, তেমন আউটসুইং করিয়েও উইকেট নেবে। শুধু আজ কেন, আইপিএল সিক্সে কত ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ১২০-১৩০ তুলে জিতেছে বলুন তো স্রেফ ওর বোলিংয়ে? ঘাড়ের চোটের জন্য খেলবে না জেনেও ওকে পরে দেখেছি ঘাড়ে টেপ লাগিয়ে ওয়ার্ম-আপ করতে নেমে গিয়েছে আইপিএল ম্যাচে! আর স্টেইনের এমন আগ্রাসন এক দিনে আসেনি। ছুটিতে আমি-আপনি কোথায় যাই বেড়াতে? পাহাড় বা সমুদ্র? স্টেইন ডিপ সি ডাইভিং করবে। খাঁচার মধ্যে ঘুরে বেড়ানো হাঙরদের কাছাকাছি গিয়ে উপস্থিত হবে! বন্যতা ওর সহজাত।

দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিয়ে একটা বার্তা ফ্র্যাঞ্চাইজি দুনিয়াকে স্টেইন দিয়ে দিল। নিলামে সবচেয়ে দামি ব্যাটসম্যান আর সবচেয়ে দামি বোলারের টাকার অঙ্কটা এ বার এক হওয়া উচিত। কারণ দু’জনেই সমান ম্যাচ উইনার।

একটা যুবরাজ সিংহ যদি চোদ্দো কোটি পায়, তা হলে একটা ডেল স্টেইনও চোদ্দো কোটি পেতে পারে। চার বা পাঁচ কোটি নয়!

রেকর্ড শ্রীলঙ্কার: নেদারল্যান্ডসের বিরুদ্ধে রেকর্ড করে জিতল শ্রীলঙ্কা। অজন্তা মেন্ডিস (৩-১২), অ্যাঞ্জেলো ম্যাথেউজদের (৩-১৬) দাপটে মাত্র ৩৯ রানে নেদারল্যান্ডসকে থামায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের রেকর্ড (আফগানিস্তানের বিরুদ্ধে কেনিয়ার ৫৬) ভেঙে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা
১৭০-৬ (দুমিনি ন:আ: ৪৬, কোরি অ্যান্ডারসন ২-২৮)

নিউজিল্যান্ড
১৬৮-৮ (টেলর ৬২, স্টেইন ৪-১৭)

deep dasgupta deodhar rophy dale steyn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy