Advertisement
০২ মে ২০২৪
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা

‘স্বচ্ছ ভারত’ গড়তে গোটা একটি গ্রামের দায়িত্ব নিতে চান সচিন

মহাত্মা গাঁধীর জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর ‘স্বচ্ছ ভারত গড়া’র উদ্যোগে সারা দিয়ে ইতিমধ্যেই মুম্বইয়ের রাস্তায় দু’দিন হাতে ঝাঁটা তুলে নিয়ে নিজেই পথ সাফা করেছেন। তিনি— সচিন তেন্ডুলকর এ বার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে জানালেন, সংসদের ‘আদর্শ গ্রাম যোজনা’-র অন্তর্গত গোটা একটি গ্রাম জঞ্জালমুক্ত করার কাজে নিজেকে নিয়োগ করবেন!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সচিনের ছবি তুলেছে পিটিআই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সচিনের ছবি তুলেছে পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০৩:৩৬
Share: Save:

মহাত্মা গাঁধীর জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর ‘স্বচ্ছ ভারত গড়া’র উদ্যোগে সারা দিয়ে ইতিমধ্যেই মুম্বইয়ের রাস্তায় দু’দিন হাতে ঝাঁটা তুলে নিয়ে নিজেই পথ সাফা করেছেন।

তিনি— সচিন তেন্ডুলকর এ বার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে জানালেন, সংসদের ‘আদর্শ গ্রাম যোজনা’-র অন্তর্গত গোটা একটি গ্রাম জঞ্জালমুক্ত করার কাজে নিজেকে নিয়োগ করবেন!

রাজ্যসভার সদস্য, ভারতের আইকন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এ দিন স্ত্রী অঞ্জলিকে নিয়ে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সেখানেই প্রধানমন্ত্রীকে সচিন ‘স্বচ্ছ ভারতের উদ্যোগ’-এ নিজের পরবর্তী পরিকল্পনার কথা জানান। বলে দেন, এই কাজে দেশের আরও প্রচুর মানুষ যুক্ত হোন, এটাই তিনি চান। আর সেটা হতে পারে যদি তিনি স্বয়ং আরও ব্যাপক ভাবে প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত গড়া’-র উদ্যোগে নেমে পড়েন। আর সেই ভাবনা থেকেই সচিন জানান নরেন্দ্র মোদীকে যে, তিনি সংসদের ‘আদর্শ গ্রাম যোজনা’-র অন্তর্ভুক্ত যে কোনও একটি গ্রামের দায়িত্বভার গ্রহণ করতে চান।

সচিনের এই ভাবনায় অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে টুইট করেন, “আমি জেনে অভিভূত যে, আমাদের দেশের একজন কিংবদন্তি ক্রীড়াবিদ সংসদের আদর্শ গ্রাম যোজনার অন্তর্ভুক্ত একটি গ্রামের দায়িত্বভার গ্রহণ করবেন।” নরেন্দ্র মোদীর টুইট ছাড়াও পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সরকারি বিবৃতিতেও বলা হয়েছে, “ভারতের কিংবদন্তি ক্রিকেটার আর প্রধানমন্ত্রীর মধ্যে এ দিন দেশের সমস্ত স্কুল-কলেজে খেলাধুলোর উন্নতির ব্যাপারে আলোচনা হয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের একমাত্র ভারতরত্ন ক্রীড়াবিদ আলোচনার সময় সংসদের আদর্শ গ্রাম যোজনার অন্তর্গত একটি গ্রামের দায়িত্বভার নেওয়ার ব্যাপারেও কথা বলেছেন।”

গত সপ্তাহে সচিন তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে কাকভোরে মুম্বইয়ের একটি অঞ্চলের ফুটপাথের আবর্জনা তুলে সেই পথ পরিষ্কার করেন। সচিনের সেই কর্মকাণ্ডের ভিডিও টুইটারে প্রকাশ পাওয়ার পর প্রধানমন্ত্রী পাল্টা টুইট করে সচিনকে অভিনন্দন জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘‘গ্রেট ওয়ার্ক সচিন আরটি! আপনার দায়িত্বশীল প্রচেষ্টা ‘স্বচ্ছ ভারত গড়া’র উদ্যোগের প্রতি বিরাট শক্তিশালী এক অনুপ্রেরণা হয়ে থাকছে।” এ দিন সাক্ষাতেও সস্ত্রীক সচিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দারুণ ভাবে অভ্যর্থনা জানান এখানে।

সচিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদের দুই কক্ষ মিলিয়ে আটশোর কাছাকাছি সাংসদ আছেন। মিস্টার তেন্ডুলকরের মতো প্রত্যেক সাংসদ যদি ২০১৬ সালের মধ্যে আদর্শ গ্রাম যোজনার একটি করে গ্রামের দায়িত্বভার নেন এবং ২০১৯ সালের মধ্যে আরও দু’টো ওই রকম গ্রামের দায়িত্ব নেন, তা হলে আমরা প্রায় আড়াই হাজার গ্রামকে সম্পূর্ণ আবর্জনামুক্ত করে ফেলতে পারব। প্রতিটা রাজ্য সরকারও যদি এই প্রকল্প শুরু করে, তা হলে দেশের সব বিধায়ক মিলে ছয় থেকে সাত হাজার গ্রামের দায়িত্বভার নিয়ে সেগুলোকেও জঞ্জালমুক্ত করে ‘স্বচ্ছ ভারত গড়া’র উদ্যোগের আরও বিস্তার দিতে পারেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sachin swatch bharat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE