Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus in West Bengal

৫ লাখের তালিকায় দেশের অষ্টম রাজ্য পশ্চিমবঙ্গ, তবে কমছে সক্রিয় রোগী

দৈনিক মৃতের সংখ্যা ফের ৫০-এর নীচে। এ দিন ৪৪ হাজারের উপরে নমুনা পরীক্ষা করা হলেও গত কালকের চেয়ে সংক্রমণের হার কম।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২৩:০৮
Share: Save:

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাপিয়ে গেল রবিবার। তবে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, দিল্লি এবং উত্তরপ্রদেশের পর করোনা সংক্রমণে সারা দেশে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ। তবে ওই রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে সংক্রমণের গতিটা কিছুটা শ্লথ। মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ পেরোতে সাড়ে ৮ মাস সময় লাগল এ রাজ্যে। এই সময়ের মধ্যে ধাপে ধাপে সুস্থতার হার বেড়েছে অনেকটাই। দিন দিন কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত বেশ কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থের সংখ্যা বেশি। এ দিনও সেই ছবি বহাল। দৈনিক মৃত্যুর সংখ্যাও ফের এক বার ৫০-এর নীচে। তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন ৪৪ হাজারের উপরে নমুনা পরীক্ষা করা হলেও সংক্রমণের হার কমেছে শনিবারের থেকে। চুম্বকে এ দিনের করোনা মানচিত্র কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তাদের।

রবিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা করোনা আক্রান্ত ৩ হাজার ১৪৩ জন। শনিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৩ হাজার ১৭৫ জন। তার থেকে এ দিন কিছুটা হলেও আক্রান্তের সংখ্যা কম। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ লক্ষ ২ হাজার ৮৪০ জন। এর মধ্যে সক্রিয় করোনা রোগী মাত্র ২৩ হাজার ৮৯৪ জন যা গত কালকের থেকে ৭০ জন কম।

গত কাল রাজ্যে মৃত্যু হয়েছিল ৪৯ জনের। এ দিন সেই সংখ্যাটা আরও একটু কমে হয়েছে ৪৬। এর ফলে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৮ হাজার ৭২৩ জনের। এ দিন উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ১৫ জনের মৃত্যু হয়েছে। ১০ জন প্রাণ হারিয়েছেন কলকাতায়। এর পাশাপাশি হুগলিতে ৪, হাওড়ায় ৩ এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ৩ জনের মৃত্যু হয়েছে।

গত কাল রাজ্যে মৃত্যু হয়েছিল ৪৯ জনের। এ দিন সেই সংখ্যাটা আরও একটু কমে হয়েছে ৪৬। এর ফলে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৮ হাজার ৭২৩ জনের। এ দিন উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ১৫ জনের মৃত্যু হয়েছে। ১০ জন প্রাণ হারিয়েছেন কলকাতায়। এর পাশাপাশি হুগলিতে ৪, হাওড়ায় ৩ এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ৩ জনের মৃত্যু হয়েছে।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

আরও পড়ুন: কলকাতায় প্রথম করোনা, লন্ডনফেরত আক্রান্ত আইডি-তে

আরও পড়ুন: রাজ্যের প্রথম করোনা আক্রান্তের ‘হাসপাতালের ডায়েরি’

এ রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার গত কয়েক দিন ধরেই রোজ ধাপে ধাপে বাড়ছে। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৬৭ জন। এই নিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৭০ হাজার ২২৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। এর ফলে সুস্থতার হার এ দিন পৌঁছেছে ৯৩.৫১ শতাংশে।

এ রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার গত কয়েক দিন ধরেই রোজ ধাপে ধাপে বাড়ছে। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৬৭ জন। এই নিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৭০ হাজার ২২৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। এর ফলে সুস্থতার হার এ দিন পৌঁছেছে ৯৩.৫১ শতাংশে।

প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে সংক্রমণের হার গত কালকের চেয়েও কমে দাঁড়িয়েছে ৭.১১ শতাংশ। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬১ লক্ষ ৩৫ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্যে এ দিন সর্বাধিক সংক্রমিতের সংখ্যা কলকাতায়, ৮১৮ জন। এর পর উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৭০ জন। দক্ষিণ ২৪ পরগনা (১৭৩), হাও়ড়া (১৬৪), দার্জিলিং (১৫১), নদিয়া (১৪১) এবং হুগলি (১১৪)-তে শতাধিক নতুন আক্রান্ত হয়েছেন এ দিন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE