Advertisement
১৭ মে ২০২৪

হাল সামলান, এই আইন বাতিল করুন, মোদীকে বললেন মমতা

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে মমতা এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণের মূল লক্ষ্য করেছিলেন।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পঞ্চম দিনে তৃণমূলের প্রতিবাদ।—ছবি পিটিআই।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পঞ্চম দিনে তৃণমূলের প্রতিবাদ।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৯
Share: Save:

পথে নেমে প্রতিবাদের পঞ্চম দিনে বিজেপির মধ্যে ‘সূক্ষ্ম’ বিভাজন উস্কে দেওয়ার কৌশল নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ জন্য একদিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পরিস্থিতির হাল ধরার ডাক দেন। পাশাপাশি অটলবিহারী বাজপেয়ীর উদাহরণ তুলে এনে বলেন, ‘‘অটলজি থাকলে এখন প্রথমে রাজধর্ম পালন করতে বলতেন।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশ জুড়ে অগ্নিগর্ভ আন্দোলনের মোকাবিলায় গুলি চালিয়ে মারার যে নিদান দিয়েছেন, তার কড়া সমালোচনা করে মমতা বলেন, ‘‘এটা কোনও সিএম(মুখ্যমন্ত্রী)-র বক্তব্য হতে পারে! ওঁকে সিএম বলতেও শেম (লজ্জা) লাগে!’’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে মমতা এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণের মূল লক্ষ্য করেছিলেন। সঙ্গে নিশানায় ছিলেন প্রধানমন্ত্রীও। শুক্রবার এই অবস্থান থেকে কিছুটা সরে এসে তিনি সরাসরি মোদীর উদ্দেশে বলেন, ‘‘আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন। আপনি দেশের প্রধানমন্ত্রী। আপনি নিজে হস্তক্ষেপ করুন। আসুন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি। আপনি এই আইন বাতিল করুন।’’

লোকসভায় শাহের পেশ করা নাগরিকত্ব সংশোধনী বিলের ভোটাভুটির দিনে অনুপস্থিত ছিলেন মোদী। সেই প্রসঙ্গ টেনে মমতার খোঁচা, ‘‘সংসদে থাকা সত্ত্বেও আপনি কেন ভোট দেননি? তা হলে তো আপনিও ওই বিল সমর্থন করেন না।’’

আরও পড়ুন: জনতা-পুলিশ সংঘর্ষে উত্তাল যোগীর রাজ্য, হত আরও ৬

বিশিষ্টজনদের নিয়ে এ দিন পার্ক সার্কাস ময়দানে সিএএ-বিরোধী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। ভিড় হয়েছিল অনেক। তার আগে এই আইন এবং এনআরসি বাতিলের জন্য কী ভাবে আন্দোলন আরও সুদৃঢ় করতে হবে, তার নির্দেশ দিতে দলীয় সাংসদ, বিধায়কদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক করেন তিনি। দলীয় বৈঠক শেষে মমতা বলেন, ‘‘বিজেপি নেতাদের বলব এমন কোনও বিবৃতি দেবেন না যাতে উত্তেজনা ছড়ায়।’’ পার্ক সার্কাস ময়দানের সমাবেশে তাঁর মন্তব্য, ‘‘বিজেপি নেতারা বলছেন, খেলা দেখাবেন। কত বড় খেলোয়াড় হয়ে গিয়েছেন সবাই! লাট্টু, কবাডি, হাডুডু তো খেলেন নি। কী খেলা দেখাবেন? কেউ আপনাদের চায় না।’’

আরও পড়ুন: ফের অশান্ত হল দিল্লি, লাঠিচার্জ পুলিশের

দেশে এখন যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে উদ্বিগ্ন মমতা বলেন, ‘‘কোনও কোনও ঘটনা ভাল লাগে না! উত্তরপ্রদেশে গুলিতে মারা গিয়েছে। তার পরেও বলছে গুলি করে সবাইকে মেরে ফেলতে! কত জনকে গুলি করে মারবে? কতজনকে তাড়াবেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE