Advertisement
০২ মে ২০২৪
Mamata Banerjee

দলের বুথের কর্মীদের সঙ্গে বৈঠকে মমতা

দলকে বেশি সময় দেবেন— লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর এই ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৩
Share: Save:

তৃণমূলের ভোট-প্রস্তুতির লক্ষ্যে এবার বুথ স্তরে সাংগঠনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারিতে তাঁর দুই জেলাসফরে এই কর্মসূচি রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে এই পর্বের প্রথম কর্মিসভা করবেন তিনি। তারপর ১১ তারিখ বাঁকুড়ায় বুথের কর্মীদের সঙ্গে এই বৈঠকের কর্মসূচি ঠিক করা হয়েছে।

দলকে বেশি সময় দেবেন— লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর এই ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। সেই মতো গত এক বছরে প্রশাসনিক কাজের ফাঁকে দলের একাধিক বৈঠক ও কর্মসূচিতে থেকেছেন তিনি। তবে পুরসভা ভোটের মুখে এবং বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবার বুথের কর্মীদের সভায় বক্তৃতা করবেন তিনি। জেলার সবস্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরাও থাকবেন মমতার ওই বৈঠকে।

৪ ফেব্রুয়ারি বনগাঁয় ও রানাঘাটে দুটি জনসভা করবেন মমতা। লোকসভা ভোটে এই দুটি আসনে বিজেপির কাছে হেরে গিয়েছে তৃণমূল। নতুন নাগরিকত্ব আইনকে সামনে রেখে মতুয়া অধ্যুষিত এই দুই এলাকায় তাঁর জনসভা ঠিক হয়েছে। ৪ তারিখ বনগাঁর জনসভা সেরে তৃণমূলনেত্রী যাবেন রানাঘাটের সভায়। সেখান থেকে ফিরে পরদিন কৃষ্ণনগর কলেজ মাঠে হবে বুথ কর্মিসভা। সেদিনই জেলার প্রশাসনিক কাজকর্মের পর্যালোচনা বৈঠকও হবে কৃষ্ণনগরে। বনগাঁয় জনসভা করলেও এখানে অবশ্য এই সফরে কর্মিসভা করার কথা নেই তাঁর।

আরও পড়ুন: হেনস্থায় নির্ভয়, দিলীপের নামে এফআইআর সুদেষ্ণার

তৃণমূলনেত্রীর পরের কর্মী বৈঠকটি হবে বাঁকুড়ায়। ১১ তারিখ দলের ওই কর্মী বৈঠক সেরে ১২ তারিখ প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে তাঁর। বাঁকুড়ার দুটি লোকসভা আসনই এবার তৃণমূলের হাতছাড়া হয়েছে।

নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় ফেব্রুয়ারির প্রথথম দু’সপ্তাহ পর্যন্ত তৃণমূলের কর্মসূচি রয়েছে। জেলা, ব্লক, বিধানসভা পর্যন্ত এই কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন পরে মমতার এই কর্মসূচি নিয়ে দলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: কানহাইয়ার পথে কি দল, অধিবেশন শহরে

এদিনই তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে ভাত, কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের দাবিতে শ্রদ্ধানন্দ পা৪ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE