Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

এদিক ওদিক করলে বেরিয়ে যান: মমতা

দল পরিচালনায় নেতৃত্বের পরামর্শ ছাড়া পদক্ষেপ করা যাবে না বলেও পদাধিকারীদের জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৪:৪০
Share: Save:

দলীয় শৃঙ্খলার তোয়াক্কা না করে বিবৃতি দিলে কঠোর পদক্ষেপ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সব স্তরের নেতাকর্মীকে এই এ ভাবেই সতর্ক করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে দল পরিচালনায় নেতৃত্বের পরামর্শ ছাড়া পদক্ষেপ করা যাবে না বলেও পদাধিকারীদের জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী।

এদিন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় পর্যালোচনায় দলের জেলা সভাপতি ও বাছাই করা জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও-বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই কলকাতা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘‘যাঁরা এদিক ওদিক বিভিন্ন কথা বলছেন, তাঁদের বলছি, এ সব বরদাস্ত করা হবে না। ইচ্ছে হলে, তাঁরা দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।’’ প্রসঙ্গত, আমপান ঝড়ের পরে কলকাতা কর্পোরেশনের কাজ নিয়ে প্রশ্ন তুলে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন মন্ত্রী সাধন পান্ডে।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, নির্বাচন পর্যন্ত কোথাও সাংগঠনিক পদে পরিবর্তন করা যাবে না। এইরকম সিদ্ধান্ত নিতে হলে তার জন্য রাজ্য নেতৃত্বের অনুমোদন আবশ্যিক। সম্প্রতি কৃষ্ণনগরে জেলা ও ব্লক স্তরে কমিটি গঠন নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়। জেলার সেই আঁচ পৌঁছেছিল রাজ্য নেতাদের কাছেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE