Advertisement
০৮ মে ২০২৪

দুই করোনা আক্রান্তের শরীরে প্লাজমা থেরাপির প্রয়োগ এ বার কলকাতায়

চিকিৎসকদের মতে, করোনা রোগী সেরে উঠলে তাঁর দেহে কোভিড-১৯ মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়। তাঁর শরীর থেকে প্লাজমা বা রক্তরস নিয়ে অন্য করোনা আক্রান্তের শরীরে সেই অ্যান্টিবডি পাঠানো হয়। এই পদ্ধতির মাধ্যমে করোনা রোগী সেরে উঠবে কি না, তা যাচাইয়ের জন্যই এই পরীক্ষা করা হচ্ছে। সারা বিশ্ব জুড়েই এই ‘প্লাজমা কনভালসেন্ট থেরাপি’-র ট্রায়াল চলছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০১:০৮
Share: Save:

করোনাভাইরাসের কোনও ওষুধ বা টিকা এখনও আবিষ্কার হয়নি। সারা বিশ্ব জুড়েই প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা চলছে। এ বার কলকাতাতেও পরীক্ষামূলক ভাবে দুই করোনা আক্রান্ত রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হল। বেলেঘাটা আইডি হাসপাতালে আক্রান্ত দু’জনেই ভেন্টিলেশনে রয়েছেন। এক জন মহিলা, অন্য জন পুরুষ। এই পদ্ধতির মাধ্যমে তাঁরা সুস্থ হয়ে উঠলে করোনাযুদ্ধে এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকবে কলকাতা।

চিকিৎসকদের মতে, করোনা রোগী সেরে উঠলে তাঁর দেহে কোভিড-১৯ মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়। তাঁর শরীর থেকে প্লাজমা বা রক্তরস নিয়ে অন্য করোনা আক্রান্তের শরীরে সেই অ্যান্টিবডি পাঠানো হয়। এই পদ্ধতির মাধ্যমে করোনা রোগী সেরে উঠবে কি না, তা যাচাইয়ের জন্যই এই পরীক্ষা করা হচ্ছে। সারা বিশ্ব জুড়েই এই ‘প্লাজমা কনভালসেন্ট থেরাপি’-র ট্রায়াল চলছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির (আইআইসিবি) সঙ্গে যৌথ ভাবে কলকাতা মেডিক্যাল কলেজের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এমন গবেষণার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এ রাজ্যে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই প্লাজমা দিতে রাজিও হয়েছেন। অনেকে ইতিমধ্যে সাড়াও দিয়েছেন। তাঁদের শরীর থেকে রক্তরসের নমুনা নিয়েই এই পরীক্ষা করা হচ্ছে বলে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর। বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির দায়িত্বে থাকা তথা কলকাতা পুরসভা প্রশাসকমণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার বলেন, “দুই জনের শরীরে পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়েছে। আশা করছি সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরবেন। এই কৃতিত্ব হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের।”

আরও পড়ুন- যাত্রী পরিষেবায় সোমবার থেকে রাস্তায় আরও ৪০০ এসি, নন-এসি বাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Plusma Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE