Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal Lockdown

বেশি ভাড়ায় ৭ জেলায় বাস চলতে পারে শীঘ্রই

পরিবহণ দফতর সূত্রের খবর, ভাড়া কোনও অবস্থাতেই দ্বিগুণের বেশি বাড়ানো হবে না।

সুনসান রইল পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড।—ফাইল চিত্র।

সুনসান রইল পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৫:০৮
Share: Save:

জটিলতা কাটানোর চেষ্টা চলছে। করোনার সংক্রমণহীন গ্রিন জ়োনে থাকা সাতটি জেলায় দু’-এক দিনের মধ্যে বাস পরিষেবা শুরু হতে পারে বলে রাজ্যের পরিবহণ দফতর সূত্রের খবর। তবে বাস চলবে সীমিত যাত্রী নিয়ে। সে-ক্ষেত্রে ভাড়া দেড় থেকে দু’গুণ পর্যন্ত বাড়তে পারে। এই বিষয়ে জেলার পরিবহণ আধিকারিকেরা দ্রুত প্রয়োজনীয় নির্দেশিকা দিচ্ছেন। করোনা বিধি অনুযায়ী বাসে যাত্রীদের মাস্ক পরে ওঠা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলার পরিবহণ আধিকারিকেরা। ওই সব বৈঠকে সরকারি পরিবহণ নিগমের বিভিন্ন ডিপোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হলে তাঁদের আর্থিক ক্ষতি কী ভাবে সামলানো যাবে, সেই প্রশ্ন তুলে এ ভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে বলে বাস-মালিকেরা এ দিনের বৈঠকে জানান। শেষ পর্যন্ত দু’পক্ষের আলোচনায় ঠিক হয়, বিশেষ পরিস্থিতিতে ভাড়া কিছুটা বাড়িয়ে পরিস্থিতির সামাল দেওয়া হবে।

তবে পরিবহণ দফতর সূত্রের খবর, ভাড়া কোনও অবস্থাতেই দ্বিগুণের বেশি বাড়ানো হবে না। কোন কোন রুটে বাস পরিষেবা শুরু হবে, আলোচনার ভিত্তিতে তার প্রাথমিক রূপরেখা তৈরি করেছেন জেলা পরিবহণ আধিকারিকেরা। আন্তর্জেলা পারমিট রয়েছে, এমন কিছু বাস ও চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতে পারে। নির্দিষ্ট কিছু রুটে চলতে পারে সরকারি পরিবহণ নিগমের বাসও। তবে সে-ক্ষেত্রে সরকারি বাসে ভাড়ার হার পাল্টাবে না। এ দিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাস স্যানিটাইজ় করার মতো পরিকাঠামো নেই আমাদের। সেই জন্য আমরা প্রশাসনকে ওই দায়িত্ব নিতে অনুরোধ করেছি। পাশাপাশি সরকারি এবং বেসরকারি বাস যাতে একই রুটে না-চলে, সেটাও দেখতে বলা হয়েছে।’’

আরও পড়ুন: লকডাউনে রাজ্য জুড়ে পুলিশকে রবীন্দ্র জয়ন্তী পালনের ভার নবান্নের

পরিবহণ দফতর সূত্রের খবর, নির্দিষ্ট সময় অন্তর বাস স্যানিটাইজ় করার ব্যবস্থা কী ভাবে করা যায়, তা দেখা হচ্ছে। সরকারি বাসের একাংশকে এখন ট্রেনে পশ্চিমবঙ্গে এসে পৌঁছনো পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে দৈনন্দিন পরিষেবার কাজে কত বাস রাস্তায় নামানো যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখেই ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: আটকে পড়াদের জন্য ই-পাস রাজ্যের, আবেদন কী ভাবে জেনে নিন

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকারের সঙ্গে আলোচনা ইতিবাচক। ভাড়া বৃদ্ধির আশ্বাস মেলায় আমরাও বাস চালানোর ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছি।’’ বিভিন্ন বেসরকারি বাস সংগঠন সূত্রের খবর, সাতটি জেলায় অর্থনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম শুরু হওয়ার প্রেক্ষিতে পরীক্ষামূলক ভাবে বাস পরিষেবা চালু করা হচ্ছে। সংক্রমণ বা অন্য কোনও প্রতিকূলতা দেখা দিলে পরিষেবা স্থগিত হয়ে যেতে পারে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE