স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নিত্যনতুন অভিজ্ঞতা পেতে ইচ্ছুক। সেই কারণে ফোন কিনেই ‘কাস্টম রম’ খুঁজে বে়ড়ান তাঁরা। খোলা বাজারে অনায়াসেই কিনতে পাওয়া যায় এই প্রযুক্তি। যদিও সমস্ত সংস্থার মুঠোফোনের জন্য যে এটি মিলবে, তা কিন্তু নয়। কিছু কিছু ফোন রয়েছে, যেখানে এই প্রযুক্তিকে সহজে কাজে লাগাতে পারবেন গ্রাহক। বাকিগুলিতে ‘কাস্টম রম’ ব্যবহারের কোনও সুযোগই নেই।
উদাহরণ হিসাবে ওপো, ভিভো এবং রিয়েলমির কথা বলা যেতে পারে। এই সংস্থাগুলির স্মার্টফোনের ‘কাস্টম রম’ বাজারে পাবেন না গ্রাহক। কারণ, সংশ্লিষ্ট সংস্থাগুলি এখনও প্রকাশ্যে আনেনি কার্নাল সোর্স। অর্থাৎ ওপো, ভিভো ও রিয়েলমির মতো সংস্থাগুলি একেবারেই চায় না যে তাদের সফ্টঅয়্যারের খুঁটিনাটি জেনে যাক গ্রাহক বা আমজনতা। যদিও এদের দু’-একটা মডেলে ‘কাস্টম রম’ ব্যবহারের সুবিধা রয়েছে। এ ছাড়া স্মার্টফোনে যদি মিডিয়াটেকের প্রসেসার থাকে, তা হলেও ওই প্রযুক্তি কোনও ভাবেই ইনস্টল করতে পারবেন না গ্রাহক।
আরও পড়ুন:
তবে শাওমি, স্যামসাং, ওয়ানপ্লাস এবং মোটোরোলার স্মার্টফোন ব্যবহারকারীরা ‘কাস্টম রম’ ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য তাঁকে গুগ্লে গিয়ে ফোনটির মডেল নম্বর লিখে স্পেস দিয়ে লিখতে হবে এক্সডিএ। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টির ওয়েবসাইট খুঁজে পাবেন গ্রাহক। এর পর সেখানে ঢুকে ডেভেলপার অপশানে যেতে হবে তাঁকে। ওই অপশান থেকে ফোন সম্পর্কে বহু গোপন তথ্য জানতে পারবেন গ্রাহক। ফোনকে নতুন অনেক কাজে ব্যবহার করতে পারবেন তিনি।