একধাক্কায় অনেকটাই সস্তা হল আইফোন ১৬ প্রো-র দাম। বছরের শেষ প্রান্তে এসে রেকর্ড দাম কমল অ্যাপ্লের ফোনটির। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে আইফোন ১৬ প্রো-র দামে বড়সড় ছাড় ঘোষণা করার পর কম দামে আইফোন কেনার মেগা সুযোগ পাবেন ক্রেতারা। ফোনটির প্রাথমিক দাম ছিল প্রায় ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। আইফোন ১৭-এর সিরিজ় আত্মপ্রকাশ করার পরপরই পুরনো আইফোন সংস্করণের মডেলগুলির দাম একলাফে কমেছে।
আরও পড়ুন:
সেপ্টেম্বর মাসে একটি বহুল প্রচলিত ই-কমার্স সংস্থা আইফোনে সবচেয়ে বেশি ছাড় দেওয়ার পর ৬৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল আইফোন। সমস্ত স্টক নিঃশেষিত হয়ে যাওয়ায় আপাতত বিক্রি বন্ধ রেখেছে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থাটি। তার পরে আর একটি বৈদ্যুতিন পণ্য বিক্রেতা সংস্থা ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকার আইফোন প্রো-র দামে সরাসরি ১০ হাজার ছাড় ঘোষণা করেছে। ফলে ফোনটি ১ লক্ষ ৯ হাজারেই পাওয়া যাবে। এ ছাড়াও একটি নির্দিষ্ট সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ৩ হাজার টাকা কমে আইফোন পাবেন সংশ্লিষ্ট ক্রেতা। তবে এই ছাড়ের মেয়াদ কত দিন তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ ছাড়াও অন্য অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও বিশেষ ছা়ড়ে আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স ফোন কেনা যাবে। নতুন আইফোনের মডেল বাজারে আসার পর ২০২৪ সালের মডেলগুলিতে আকর্ষণীয় ছাড়ের কথা ঘোষণা করেছে ই-কমার্স সংস্থাগুলি। এ ছাড়াও এক্সচেঞ্জের অফারও দিয়েছে ই-কমার্স সংস্থাগুলি। ফলে অনেকটাই কম দামে আইফোন ১৬ কিনতে পারছেন অ্যাপ্লপ্রেমীরা। কোন মডেলের ফোন তিনি এক্সচেঞ্জ করছেন এবং সেটি কী অবস্থায় রয়েছে, তার উপর ওই ছাড় নির্ভর করবে।
আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স প্রতিটি মডেলের ডিসপ্লে পুরনো মডেলগুলির তুলনায় বড়। আইফোনের এই সিরিজ়টির ক্ষেত্রে ব্যাটারি পরিষেবাও যথেষ্ট উন্নত বলে দাবি সংস্থার। রয়েছে অটো ফোকাস-সহ ৪৮ এমপির ফিউশন ক্যামেরা। জ়ুম করার জন্য শক্তিশালী টেলিফোটো লেন্স। তীক্ষ্ণ, পরিষ্কার আল্ট্রাওয়াইড শটের জন্য আইফোন ১৫-এর তুলনায়, আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যদি একটি পুরনো আইফোন থেকে আপগ্রেড করতে ইচ্ছুক থাকেন, তা হলে আইফোন ১৬ প্রো ম্যাক্স ভাল বিকল্প।