সাইবার সুরক্ষা বাড়াতে এ বার আধার অ্যাপ্লিকেশন চালু করল কেন্দ্র। ফলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যাবতীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন গ্রাহক। চলতি বছরের ৯ নভেম্বর থেকে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনটি বাজারে এনেছে সরকার। অ্যান্ড্রয়েড এবং আইফোন— দু’ধরনের স্মার্টফোনেই এটি প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রের চালু করা প্রযুক্তিটির সুবিধা পেতে হলে প্রথমে গুগ্ল প্লে স্টোর বা অ্যাপ্ল স্টোর থেকে আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। দ্বিতীয় ধাপে রয়েছে ফেস আইডেন্টিফিকেশন। এটিও বাধ্যতামূলক। সংশ্লিষ্ট প্রক্রিয়াটি শেষ হলেই আধার কার্ডের যাবতীয় তথ্য চলে আসবে গ্রাহকের ফোনে। ফলে আলাদা করে আধার কার্ড নিয়ে ঘুরতে হবে না তাঁকে।
ব্যাঙ্ক, বিমা থেকে শুরু করে একাধিক সরকারি কাজে বা বেসরকারি ক্ষেত্রেও অনেক সময় আধার নম্বরের প্রয়োজন হয়। বেড়াতে গেলে হোটেল-রিসর্টে দিতে হয় আধার কার্ডের নম্বর। মোবাইল ফোনে আধার অ্যাপ্লিকেশন থাকলে সেটা আর দিতে হবে না গ্রাহককে। ওই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকা কিউআর কোড এগিয়ে দেবেন তিনি। সেটা স্ক্যান করলেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। এতে আধার তথ্য সুরক্ষিত থাকবে।
কেন্দ্র জানিয়েছে, নতুন অ্যাপটি চলে আসায় আগামী দিনে আধার কার্ড ফোটোকপি করার আর প্রয়োজনই পড়বে না। তা ছাড়া কাউকে পুরো আধার তথ্য দেওয়ার দরকার নেই। অ্যাপের কিউআর কোড স্ক্যান করলে যেটুকু প্রয়োজন সেটুকু তথ্য পাবেন তিনি। গ্রাহকের বাকি তথ্য, অর্থাৎ বাড়ির ঠিকানা, মা-বাবার নাম বা মোবাইল নম্বর গোপন থাকবে। ফলে হ্যাকিং করে আর্থিক লোকসান ঘটানো কঠিন হবে।
নতুন আধার অ্যাপ্লিকেশন নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সেখানে যাবতীয় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও সংশ্লিষ্ট কিউআর কোডে কাজ চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে ওই অ্যাপে আরও কিছু সুবিধা যোগ করতে পারে প্রশাসন, খবর সূত্রের।