বাজারে আসার পর পেরিয়ে গিয়েছে একটা দশক। এই ১০ বছরে একাধিক যুগান্তকারী বদল দেখেছে টেক দুনিয়া। কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দাপটে সংজ্ঞাই পাল্টে গিয়েছে বহু গ্যাজেটের। এ-হেন পরিস্থিতিতেও দুর্দান্ত পারফরম্যান্সের জেরে খবরের শিরোনামে রয়েছে একটি ফোন। একমাত্র যাতে সীমাহীন ফোটো স্টোরেজের সুবিধা দিয়ে রেখেছে বহুজাতিক গুগ্ল।
বাজারকাঁপানো ওই স্মার্টফোনটি হল বহুজাতিক মার্কিন টেক জায়ান্টের তৈরি পিক্সল-১। ২০১৬ সালে যা আমজনতার জন্য প্রকাশ্যে আনে গুগ্ল। ১০ বছর পেরিয়ে আজও যা অনেকে ব্যবহার করছেন। মারকাটারি পারফরম্যান্সের জন্য তাঁদের আর নতুন কোনও স্মার্টফোন কিনতে হয়নি। মুঠোবন্দি ডিভাইসটির সবচেয়ে বড় সুবিধা হল ‘আনলিমিটেড’ ফোটো স্টোরেজ, যেখানে গুণগত মান বজায় রেখে সুরক্ষিত থাকছে ছবি।
গুগ্ল পিক্সেল-১-এ আছে ৩২ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম। বাজারে আসার সময় এর অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েড নাগেট ৭.০। পরে অবশ্য তাতে বেশ কয়েকটা আপডেট দিয়েছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট। এ ছাড়া ২,৭৭০ এমএইচ ব্যাটারি এবং ১২.৩ মেগাপিক্সলের ব্যাক ক্যামেরার সুবিধা পেয়েছেন গ্রাহক।
পিক্সেল-১-এর ফ্রন্ট বা সামনের দিকের ক্যামেরা আট মেগাপিক্সল রেখেছে গুগ্ল। সংশ্লিষ্ট স্মার্টফোনটিতে ৪জি ইন্টারনেট সাপোর্টের সুবিধা আছে। এ ছাড়া গ্রাহক এতে ৪কে-তে ভিডিয়ো রেকর্ডিং করতে পারেন। ফোনটির পিঠের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর আছে ৩.৫ এমএম হেডফোন চালানোর সুবিধা। পরবর্তী কালে অবশ্য পিক্সেল সিরিজ়ের আরও উন্নত ফোন বাজারে এনেছে গুগ্ল।