স্মার্টফোন দুনিয়ার রাজা হওয়ার কোনও ইচ্ছে নেই গুগ্লের! আর তাই এখনও বিশ্বের সেরা মুঠোবন্দি ডিভাইস হয়ে উঠতে পারেনি মার্কিন টেক জায়ান্ট সংস্থার তৈরি পিক্সেল। সংশ্লিষ্ট অ্যান্ড্রয়েড ফোনটির মন্দা বাজারের কারণ খুঁজতে গিয়ে এই তত্ত্বই সামনে এনেছেন বিশ্লেষকদের একাংশ। তাঁদের দাবি, নিজেদের স্বার্থেই হিসেব কষে এই সিদ্ধান্ত নিয়েছেন গুগ্লের শীর্ষকর্তারা।
মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির তৈরি পিক্সেলকে দুনিয়ার সেরা ক্যামেরার স্মার্টফোন বললে অত্যুক্তি হবে না। কিন্তু, তার পরেও এর চাহিদা প্রায় নেই বললেই চলে। একটি আর্থিক বছরে হাতেগোনা কয়েকটি মাত্র পিক্সেল ফোন বিক্রি করতে পারে গুগ্ল। বিশ্লেষকদের দাবি, এর সবচেয়ে বড় কারণ হল ফোনটির ফিচার। বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত সুবিধা রয়েছে, তার সিকিভাগও নেই পিক্সেলে, যার জেরে ক্রেতামহলে আকর্ষণ হারিয়েছে এই ফোন।
বর্তমানে গুগ্লের হাতে অ্যান্ড্রয়েড সফ্টঅয়্যার এবং ফোনের হার্ডঅয়্যার দুটোই রয়েছে। আর তাই বিশ্লেষকদের দাবি, সব কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অ্যাপ্ল আইফোনের মতো দুনিয়ার সেরা মুঠোবন্দি ডিভাইস তৈরি করা মার্কিন টেক জায়ান্টটির পক্ষে একেবারেই কঠিন নয়। কিন্তু মজার বিষয় হল, অ্যান্ড্রয়েডে নতুন কিছু এলে সেটা সবার প্রথমে স্যামসাঙের ফোনে দেখতে পাওয়া যায়, পিক্সলে নয়। ফলে দানা বেঁধেছে সন্দেহ।
বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফিচার প্রথম পর্যায়ে শুধুমাত্র স্যামসাঙের ফোনে দেখতে পাওয়া যায়। পরবর্তী কালে অন্যান্য স্মার্টফোন বা পিক্সলে সেটা সংযুক্ত করার অনুমতি দেয় গুগ্ল। এর মূল কারণ হল, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রি করে বিপুল অর্থ পায় সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট সংস্থা। সেখানে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর সংস্থা হলেও লাভের পরিমাণ হবে অনেক কম।
আরও পড়ুন:
দ্বিতীয়ত, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সেরা ফোন বাজারে নিয়ে এলে স্যামসাং-সহ অন্যান্য সংস্থাগুলি গুগ্লের সংশ্লিষ্ট সফ্টঅয়্যারটির উপর আর নির্ভরশীল থাকতে চাইবে না। সে ক্ষেত্রে মার খাবে মার্কিন টেক জায়ান্টের মূল সফ্টঅয়্যারের ব্যবসা। সেটা কখনওই চায় না গুগ্ল। আর তাই জেনেবুঝেই পিক্সলকে দুনিয়ার সেরা স্মার্টফোন করছে না তারা।