Advertisement
E-Paper

আংটি-যন্ত্রে লুকিয়ে বিপদ! গরম হয়ে আঙুলে চেপে বসছে স্মার্ট রিং, হতে পারে বিস্ফোরণও, কী কী করণীয়?

স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং নিয়ে এ বার প্রকাশ্যে এল একাধিক অভিযোগ। গরম হয়ে সংশ্লিষ্ট ডিভাইসটি আঙুলে চেপে বসছে বলে জানা গিয়েছে। আর তাই স্মার্ট রিং ব্যবহারের ক্ষেত্রে একগুচ্ছ সতর্কতা মানার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩১
Representative Picture

আঙুলে চেপে বসার সমস্যা দেখা যাচ্ছে স্মার্ট রিঙে। — প্রতীকী ছবি।

স্মার্ট রিং নাকি মানুষ মারার যন্ত্র! দক্ষিণ কোরীয় বহুজাতিক সংস্থা স্যামসাঙের তৈরি আঙুলে পরার ডিভাইস ঘিরে উঠে গিয়েছে সেই প্রশ্ন। বিশ্লেষকদের একাংশের দাবি, গরম হয়ে ব্যবহারকারীর আঙুলে বিস্ফোরণ ঘটাতে পারে স্মার্ট রিং। সে ক্ষেত্রে জীবন বা অঙ্গহানির আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। সংশ্লিষ্ট ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে মানতে হবে কী কী সতর্কতা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

সম্প্রতি স্যামসাঙের স্মার্ট রিং পরে থাকার কারণে চরম বিপদে পড়েন এক গ্রাহক। হঠাৎই প্রচণ্ড গরম হয়ে আঙুলের সঙ্গে সেঁটে যায় তাঁর ডিভাইস। ওই সময় বিমানবন্দরে ছিলেন তিনি। স্মার্ট রিং আঙুল থেকে খুলছে না বুঝতে পেরে তড়িঘড়ি কর্তৃপক্ষের কাছে সাহায্য চান ওই ব্যক্তি। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শেষে কয়েক ঘণ্টার কসরতের পর সংশ্লিষ্ট রিংটিকে কেটে আঙুল থেকে বার করতে সক্ষম হন তাঁরা।

গ্যাজেট বিশেষজ্ঞদের কথায়, স্মার্ট রিং এমন কিছু পদার্থ দিয়ে তৈরি যে খুব সহজে একে কেটে ফেলা যায় না। আর তাই সংশ্লিষ্ট ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা। প্রথমত, দীর্ঘ ক্ষণ স্মার্ট রিং আঙুলে না পরে থাকাই ভাল। দ্বিতীয়ত, ডিভাইসটি সামান্যতম গরম হচ্ছে বুঝতে পারলেই সেটা খুলে ফেলতে হবে। ঘন ঘন এই হিটিং সমস্যা দেখা দিলে স্মার্ট রিংটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

তবে এই সমস্যা শুধুমাত্র স্মার্ট রিংয়ে সীমাবদ্ধ নয়। স্মার্ট ঘড়ি বা ইয়ারফোনেও বিপদ ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। এর কারণ হিসাবে তাঁদের যুক্তি, সংশ্লিষ্ট ডিভাইসগুলিতে রয়েছে ব্যাটারি। গরম হয়ে গেলে এতে বিস্ফোরণ ঘটতে পারে। ওই সময় ডিভাইসটি শরীরের সংস্পর্শে থাকলে গ্রাহকের যে বড় ক্ষতি হবে, তাতে কোনও সন্দেহ নেই।

Samsung Smart ring Tech tips Samsung Galaxy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy