Advertisement
E-Paper

ভ্রমণ সেরে বাড়ি ফিরে ব্যাগ খালি করেন না, ৫টি জিনিস গুছিয়ে রাখলে ভবিষ্যতে সুবিধা হবে

ভ্রমণ সেরে বাড়ি ফিরে ব্যাগ খালি করতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু চটজলদি কয়েকটি জিনিস গুছিয়ে রাখলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৯:৫২
5 things you should always declutter immediately after returning from vacation

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

ভ্রমণ সেরে বাড়ি ফিরে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। ফলে বাড়িতে ভ্রমণে ব্যবহৃত পোশাক এবং অন্যান্য সরঞ্জামের পাহাড় তৈরি হয়, যা অন্দরসজ্জার পক্ষে ভাল নয়। আবার ব্যাগবন্দি হয়ে পড়ে থাকলে, অনেক সময়ে প্রয়োজনের জিনিসগুলিকেও দরকারে খুঁজে পাওয়া যায় না। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে কয়েকটি জিনিস আগে ব্যাগ থেকে বার করে রাখা উচিত।

১) ঘুরতে গিয়ে অনেকেই আলাদা ছোট ছোট শিশি বা বোতলে তেল, সাবান , শ্যাম্পু, কন্ডিশনার বা ক্রিম নিয়ে যান। কিন্তু ফিরে এসে সেগুলি সমেত রেখে দেন। অনেকেই সেগুলি পুনরায় ব্যবহার করতে ভুলে যান। এ ক্ষেত্রে বাড়ির যে যে শিশি বা বোতল থেকে জিনিসগুলি নেওয়া হয়েছিল, সেখানেই আবার ঢেলে রাখা যায়।

২) ঘুরতে গিয়ে অজস্র ছবি এবং ভিডিয়ো ওঠে। আবার একই জিনিসের ১০-২০টি ছবি বা ভিডিয়োও রেকর্ড করা হয়। তার ফলে ফোন বা ক্যামেরার মেমরি কার্ডে অহেতুক জায়গা নষ্ট হয়। এ ক্ষেত্রে ডুপ্লিকেট বা ঝাপসা ছবি এবং ভিডিয়ো সময় নিয়ে বেছে মুছে দেওয়া উচিত।

৩) গন্তব্যের জন্যই অনেক সময়ে কিছু পোশাক সঙ্গে রাখতে হয়। যেমন শীতের জায়গায় গেলে সঙ্গে শীতের পোশাক থাকে। আবার বর্ষার সময়ে ঘুরতে গেলে সঙ্গে বর্ষাতি রাখা উচিত, যেটা বছরের অন্য সময়ে আবার কাজে লাগে না। বাড়ি ফিরে এই ধরনের জিনিসগুলিকে আগে গুছিয়ে রাখতে পারলে প্রয়োজনে সুবিধা হবে।

৪) ঘুরতে গিয়ে লাগেজ ব্যাগ বা ট্রলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে সেগুলিকে মেরামতির ব্যবস্থা করা উচিত। প্রয়োজনে খারাপ ব্যাগগুলিকে বাতিল করে নতুন ব্যাগ কিনে নেওয়া যেতে পারে। তা হলে পরবর্তী ভ্রমণের আগে সমস্যা হবে না। ভবিষ্যতের জন্য ফেলে রাখলে অনেক সময়ে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে।

৫) ভ্রমণ সেরে বাড়িতে ফেরার পর ব্যাগে নানা ধরনের কাগজের পাহাড় জমে। তার মধ্যে কেনাকাটার রসিদ, হোটেলের বিল থেকে শুরু করে ভ্রমণের ব্রোশিওর, মানচিত্র বা টিকিট থাকতে পারে। এগুলি অনেকের কাছে আবেগপূর্ণ হতে পারে, তাই গুছিয়ে রাখলে হারিয়ে যাবে না। যেগুলি লাগবে না, সেগুলি ফেলে দেওয়া যেতে পারে।

Travel Tour Packing Hacks Travel packing Travel hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy