Advertisement
E-Paper

ইরানের বিরুদ্ধে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী ‘সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত

ইইউর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে খামেনেইয়ের বাহিনীকে নিশানা করে বলেন, ‘‘আপনি যদি সন্ত্রাসীবাদীদের মতো আচরণ করেন, তবে আপনাকে সন্ত্রাসবাদী হিসেবেই গণ্য করা হবে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:৫০
ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী

ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী ছবি: সংগৃহীত।

আয়াতোল্লা খামেনেই বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে নজিরবিহীন নৃশংসতা এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে সহযোগিতার দায়ে ইরান সেনার ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ বিদেশমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে খামেনেইয়ের বাহিনীকে নিশানা করে বলেন, ‘‘আপনি যদি সন্ত্রাসীবাদীদের মতো আচরণ করেন, তবে আপনাকে সন্ত্রাসবাদী হিসেবেই গণ্য করা হবে।’’ এই সিদ্ধান্তের ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় দেশগুলির কাছে ইরান সেনার ‘এলিট ফোর্স’ আইআরজিসি এখন থেকে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমপর্যায়ের বলে গণ্য হবে। ইরান সেনার সেরা বাহিনী হিসাবে পরিচিত আইআরজিসি অতীতে একাধিক বার আমেরিকার নিশানা হয়েছে। ২০২০ সালে এই বাহিনীর প্রধান কাশেম সোলেমানিকে ক্ষেপণাস্ত্র হামলায় খুন করেছিল পেন্টাগন। গত বছর ইজ়রায়েলের সঙ্গে সংঘাতপর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আইআরজিসি। তাদের সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার শুক্রবার কড়়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

Iran Protest Iran Islamic Revolutionary Guard Islamic Revolutionary Guard Corps EU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy