Advertisement
E-Paper

সফরের জন্য ছোটদেরও ট্রলি ব্যাগ আছে, কেতাদুরস্ত সেই সব জিনিসের দাম কত, পাবেনই বা কোথায়?

ছোটদের জন্য বাজারে রয়েছে রকমারি ট্রলি ব্যাগ। বেড়াতে গেলে সফরসঙ্গী হতে পারে সেগুলিই। কেনার আগে জেনে নিন, কত রকম হয়, দামই বা কেমন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৩৮
সফরের জন্য ছোটদের ট্রলিব্যাগও কম কেতাদুরস্ত নয়।

সফরের জন্য ছোটদের ট্রলিব্যাগও কম কেতাদুরস্ত নয়। ছবি: সংগৃহীত।

ছোট বলে সে কি ফেলনা নাকি!

সেই কারণেই জামা থেকে জুতো, ব্যাগ থেকে ছাতা, ট্রলি থেকে ব্যাগ— ছোটদের জিনিসপত্র নিয়ে বিস্তর ভাবনা। বরং ছোটদের পোশাক থেকে গয়না, ব্যাগের দাম বড়দের জিনিসকেও টক্কর দিতে পারে।

শুধু জামা-জুতোই নয়। খুদে সদস্যদের কথা ভেবে বেশ কয়েক বছর হল বাজারে এসেছে রকমারি ট্রলি ব্যাগ। যতই দিন যাচ্ছে, ততই নিত্যনতুন ভাবনার নকশা তাতে জুড়ছে। ছোটদের ট্রলি ব্যাগের উদ্দেশ্যই হল, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে তারা নিজেদের জিনিস গোছাতে শেখে এবং বেড়ানোর সময় নিজেই বইতে পারে। একই সঙ্গে মাথায় রাখা হচ্ছে তাদের পছন্দও। বিখ্যাত সব কার্টুন চরিত্র, সিনেমার ফ্যান্টাসি চরিত্রও স্থান করে নিচ্ছে খুদের ট্রলিতে।

কেনার আগে জেনে নিন, বাজারে কোন কোন ধরনের ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে ছোটদের জন্য।

ডিজ়নির চরিত্রেরা

ডিজ়নির অ্যানিমেশন ছবির চরিত্ররা স্থান পেয়েছে খুদের ট্রলিতে।

ডিজ়নির অ্যানিমেশন ছবির চরিত্ররা স্থান পেয়েছে খুদের ট্রলিতে। ছবি: সংগৃহীত।

ডিজ়নির বিভিন্ন অ্যানিমেশন ছবির জনপ্রিয় চরিত্রই এখন ছোটদের ট্রলিতে। এলসা, অ্যানা-সহ অনেক চরিত্রের দেখা মিলবেই সেখানে। অনলাইন এবং ব্যান্ডেড ব্যাগের দোকান— যে কোনও জায়গায় সহজেই মেলে এমন ট্রলি। ২০ ইঞ্চি থেকে সাইজ় শুরু। ট্রলিগুলি হালকা হলেও হার্ড কভারের। চাকা এবং ট্রলি টেনে নিয়ে যাওয়ার হাতল আছে। দাম ১৯০০ থেকে ২৭০০ টাকার মধ্যে।

স্পাইডার ম্যান

স্পাইডারম্যান ট্রলি ব্যাগ বা স্যুটকেশও বেশ জনপ্রিয়।

স্পাইডারম্যান ট্রলি ব্যাগ বা স্যুটকেশও বেশ জনপ্রিয়। ছবি: সংগৃহীত।

খুদেদের কাছে স্পাইডারম্যান সব সময়েই প্রিয়। স্পাইডারম্যানের ছবি প্রিন্ট করা ট্রলি ব্যাগেরও যথেষ্ট রমরমা রয়েছে। হার্ড কভারের ট্রলি ব্যাগগুলি জিনিস নেওয়ার জন্য বিজ্ঞানসম্মত ভাবে তৈরি। ট্রলির দুই অংশে জামাকাপড় নেওয়া যাবে। জিনিসপত্র যাতে এলোমেলো না হয়ে যায় সে জন্য ফিতে থাকে। আবার ট্রলির ভিতরে চেন টানা অংশও থাকে। ছোটদের পোশাক থেকে জরুরি জিনিস, সবই এতে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। অনলাইন-অফলাইন দুই জায়গাতেই পাওয়া যায়। ২০০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত দাম হয়।

বন্যপ্রাণ

নানা রকম বন্যপ্রাণীও স্থান পেয়েছে ছোটদের ট্রলি ব্যাগে।

নানা রকম বন্যপ্রাণীও স্থান পেয়েছে ছোটদের ট্রলি ব্যাগে। ছবি: সংগৃহীত।

জিরাফ, সিংহ, কুমীর— এমন সব জন্তুদের আদল ব্যবহার করেও ছোটদের মন জোগাতে ট্রলি ব্যাগ তৈরি হয়েছে। ১৮-২০ ইঞ্চি থেকে সাইজ় শুরু। থাকে নম্বর লকের সুবিধা। হার্ড কভারের ট্রলিগুলি বেশ হালকা। ১৯০০ -২৭০০ টাকার মধ্যে একাধিক অনলাইন সংস্থায় এগুলি পেয়ে যাবেন।

ইউনিকর্ন

ইউনিকর্নের মতো ট্রলি ব্যাগও জনপ্রিয়তা পাচ্ছে।

ইউনিকর্নের মতো ট্রলি ব্যাগও জনপ্রিয়তা পাচ্ছে। ছবি: সংগৃহীত।

ইংরেজি ‘এল’ অক্ষরের মতো দেখতে বা ইউনিকর্নের আকৃতির ট্রলিও রয়েছে। এতে হাতল, চাকা এবং অন্য সুবিধা যেমন আছে, তেমনই ইউনিকর্ন আকৃতি হওয়ার জন্য ট্রলির উপরে খুদেরা বসেও থাকতে পারবে। অনলাইনে এমন ট্রলি পাওয়া যাবে। দাম ৩০০০ টাকা থেকে শুরু।

হাতি

হাতির মতো চাকা লাগানো ব্যাগও রয়েছে।

হাতির মতো চাকা লাগানো ব্যাগও রয়েছে। ছবি: সংগৃহীত।

দেখলে মনে হবে ছোটখাটো হাতি। টানার জন্য হাতল নয় মজবুত ফিতে রয়েছে। চাকা লাগানো ট্রলিটি খুদে টানলে মনে হবে, ছোট্ট হাতি এগোচ্ছে। সফরের পাশাপাশি ঘরেও খুদের জিনিসপত্র রাখার জন্য এবং একই সঙ্গে তার খেলার জন্য তৈরি এই ট্রলি ব্যাগ। দাম মোটামুটি ১৩০০ টাকা থেকে শুরু। অনলাইন এবং অফলাইন, দুই জায়গাতেই পাওয়া যাবে এগুলি।

বিড়াল

বিড়ালের মতো দেখতে ট্রলি  ব্যাগও রয়েছে বাজারে।

বিড়ালের মতো দেখতে ট্রলি ব্যাগও রয়েছে বাজারে। ছবি: সংগৃহীত।

বিড়ালের মতো দেখতে কানওয়ালা ট্রলি ব্যাগ পাওয়া যায় আজকাল। ছোটরা পছন্দ করবে এমন ভাবেই তৈরি এই ট্রলিগুলি। সফরের জন্য এতে থাকে শক্তপোক্ত বলবিয়ারিং যুক্ত চাকা। টানার জন্য হাতল। বিড়াল আকৃতির ট্রলিগুলি ২৫০০ থেকে ৩২০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

কুকুর

কুকুরের মতো দেখতে ট্রলি ব্যাগও মেলে। এর পিঠের উপরে বসেও খুদেরা খেলা করতে পারবে। এগুলির দাম ২০০০ টাকার উপরে। অনলাইনে পাওয়া যায়।

ছোটদের ট্রলি কেনার সময় কী কী দেখে নেওয়া জরুরি?

প্রথমেই দেখা দরকার সাইজ়। সন্তান সেটি সহজ ভাবে ব্যবহার করতে পারবে কি না। তা ছাড়া, জিনিসপত্র কতটা ধরবে? চাকা, চেন মজবুত কি না দেখে নেওয়া প্রয়োজন। ট্রলির ভিতরে জামা রাখার আলাদা জায়গা, ছোট খাপ, চেন টানা কভারের ব্যবস্থা থাকলে জিনিসপত্র নিতে সুবিধাও হবে। ট্রলি ভারী হলে খুদের পক্ষে ব্যবহার করা কষ্টকর হবে। তাই হালকা এবং মজবুত জিনিসটি কেনাই ভাল।

Trolly Bag Travel Tips Kids
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy