পছন্দের জায়গায় একেবারে নিজের মতো করে একলাই ঘুরতে যাবেন। ভ্রমণের পরিকল্পনাও ছকে ফেলেছেন। তবে কয়েকটি বিষয় মাথায় না রাখলে কিন্তু বেড়ানোর সময় সমস্যায় পড়তে হতে পারে। প্রথম বার একলা বেড়াতে যাওয়ার আগে জেনে নিন, কোন ভুলগুলি এড়িয়ে চলা দরকার।
১. টাকাপয়সা, মোবাইল, পরিচয়পত্র কোনও ভাবেই কাছছাড়া করা যাবে না। যেখানেই যান না কেন, এই তিনটি জিনিস ছাড়া ঘোরা দূরের কথা, ফেরাও ঝক্কির হতে পারে। ফলে বড় লাগেজ়ের পাশাপাশি একটি ছোট্ট ব্যাগ সঙ্গে রাখুন যেটি ট্রেনে, বাসে বা উড়ানে কখনও এক মুহূর্তের জন্য কাছছাড়া করবেন না।
২. বাড়তি ব্যাগপত্র, অতিরিক্ত লাগেজ়ও ক্ষেত্রবিশেষে সমস্যার কারণ হতে পারে। একা ঘুরতে যাচ্ছেন। ফলে নিজে যতটা জিনিস সহজে বইতে পারবেন, ততটাই নেওয়া দরকার। ব্যাগ বা ট্রলিতে ঠেসেঠুসে জিনিস ভরলে টানাটানিতে চেন কেটে যেতে পারে। ট্রলির চাকা খুলে যাওয়া বা ব্যাগের ফিতে ছিঁড়ে যাওয়াও আশ্চর্য নয়। তা ছাড়া, এক জায়গা থেকে অন্যত্র ভারী লাগেজ বওয়া সব সময়ই কষ্টকর।
৩. দিনভর কোথায়, কী করবেন ঠিক করে নিয়েছেন। তবে হাতে সময় না রেখে বেড়ানোর পরিকল্পনা করাটা বড় ভুল হতে পারে। যে কোনও পর্যটনকেন্দ্রে যানজটে পড়তে পারেন, বৃষ্টি-ধসে রাস্তায় আটকে পড়া আশ্চর্য নয়। আবার ঘুরতেও বাড়তি সময় লেগে যেতে পারে। বিশেষত ট্রেন-বাস ধরার তাড়া থাকলে হাতে অনেকটা সময় রাখা দরকার।
৪. বিকল্প উপায় ভেবে না রাখাটাও বড় ভুল হতে পারে। কোনও একটা জায়গায় গিয়ে থাকার ঘর পেলেন না, তখন কী করবেন সেখানে দাঁড়িয়ে না ভেবে আর কোথায় গেলে থাকার জায়গা মিলতে পারে, আগেই ভেবে নেওয়া দরকার। বাস বা গণপরিবহণ না পেলে যাতায়াতের বিকল্প উপায়, তার খরচ সম্পর্কে জেনে রাখা এবং সেইমতো অর্থ রাখাটাও জরুরি।
৫. একলা বেড়াতে গেলে সেই তথ্য সমাজমাধ্যমে জাহির করলে যেমন বিপদের ঝুঁকি বাড়তে পারে, তেমনই কাউকে বলে না যাওয়াটাও বোকামির পরিচয় হতে পারে। বাইরে কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, সেই তথ্য বিশ্বাসযোগ্য কারও জানা দরকার। না হলে কোনও বিপদ হলে খোঁজখবর করার কেউ থাকবে না।