ছোট্ট একটা স্যুটকেসে যাবতীয় জিনিস ধরিয়ে দেওয়া, শিল্পের চেয়ে কম নয়। ব্যাগ গোছানোও কার্যত শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। জুতো, জামা, অন্তর্বাস, টাকা, প্রসাধনী— কোনটি কী ভাবে নিলে কম জায়গায় ধরে যায়, তারও নানা কৌশল রয়েছে।
মুশকিল হল, বেড়াতে যাওয়ার সময় ব্যাগ যত যত্ন নিয়েই গোছানো হোক না কেন, গন্তব্যে পৌঁছে একটি জিনিস নিতে গেলেই, বাকি জামাকাপড় এলোমেলো হয়ে যায়। আবার সে সব গুছিয়ে ভরতে হয়। সেই সমস্যার সমাধান করলেন ভারতীয় এক মহিলা, পুষ্পলতা নামের এক নেটপ্রভাবী। অল্প জায়গায় অনেক জিনিস ধরানোরও এক সহজ কৌশল দেখিয়েছেন তিনি। সমাজমাধ্যমে এই ভিডিয়োটিও বেশ প্রশংসা পেয়েছে।
পন্থা খুব সহজ। প্রথমেই যাবতীয় দরকারি জিনিস ভাঁজ করে রাখুন। আসল কৌশল লুকিয়ে স্যুটকেসে জিনিস ভরায়। স্যুটকেসে জিনিস ভরার সময় চওড়া দিকটি মাটিতে থাকে। তবে মহিলা সেই কৌশলে বদল এনেছেন। তিনি স্যুটকেসটি লম্বা করে দাঁড় করিয়ে দিয়েছেন।সরু তাকে যেমন জিনিস সাজায়, তেমন ভাবে তিনি জিনিসগুলি ভরে নিয়েছেন। তার পরে স্যুটকেসটি আগের অবস্থানে নিয়ে এসেছেন। এই ভাবে জামাকাপড় রাখলেই বুঝবেন, বার করার সময় কতটা সুবিধা হচ্ছে। জামা বা পোশাক এতে একটির উপর একটি থাকবে না। বরং থাকবে আড়াআড়ি ভাবে। ফলে খুব সহজে প্রয়োজনীয় জিনিসটি বার করে নেওয়া যাবে। বাকি জামাকাপড় মোটেই এলোমেলো হয়ে যাবে না।
এই কায়দায় জিনিস ভরলে জিনিসপত্রও ধরবে আরও বেশি। তা ছাড়া স্যুটকেস বন্ধ করার সময় অনেক সময় বেশি জিনিস হলে উপর থেকে ঢাকনা বন্ধ করে চেন টানা যায় না। এ ক্ষেত্রে স্যুটকেস উপর থেকে ফুলেও থাকবে না। চেন টানতেও কোনও সমস্যা হবে না।