দু’দিনের জন্য বেড়াতে যাবেন। কিন্তু লটবহর এত! মাথার ক্লিপ থেকে সেফটিপিন, হজমিগুলি থেকে প্রেসারের ওষুধ বাদ যায় না কিছু। এমন স্বভাব নিয়ে তাঁরা পরিবার পরিজনের কটাক্ষের মুখে পড়েন না, তা নয়। তবু তাঁদের যুক্তি, বিদেশ-বিভুঁইয়ে গেলে সব কিছুই রাখা দরকার হাতের কাছে। এমন যুক্তি কিন্তু ভুল নয়। অনেক সময়ে আপাত অপ্রয়োজনীয় জিনিসও কাজে লেগে যায় বাইরে গেলে।
সে তো গেল আম-আদমি, ঘরোয়া লোকেদের কথা। কিন্তু অভিনেত্রী দীপিকা প়াড়ুকোন কী করেন? কোথাও গেলে সঙ্গে কী নিয়ে যান তিনি?
আরও পড়ুন:
দীপিকা তারকা হতে পারেন। তবে তাঁর মানসিকতাও কিন্তু এ ব্যাপারে আলাদা নয়। অভিনেত্রীর কথায়, ‘‘যেখানেই যাই না কেন, আমার হাতের কাছে সব কিছু থাকতে হবে। আমি আমার সঙ্গে প্রয়োজনের জিনিসই সঙ্গে নিয়ে যাই।’’
সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকা দেখিয়েছিলেন বাইরে কোথাও গেলে তাঁর ব্যাগে কী থাকে। তার আগে এ নিয়ে কথোপকথনে দীপিকা জানান, অনেক কম বয়স থেকে কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাঁকে। কখনও মাঝরাতেও বেরোতে হয়েছে। তা ছাড়া, শুটিংয়ের সময়ও সবসময় ঠিক থাকত না। ফলে আগাম প্রস্তুতি নিয়েই বেরোতে হত তাঁকে। সেই অভ্যাসই রয়ে গিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি কার্যত স্যুটকেশ নিয়ে যাই যেখানে যাই।’’
কী থাকে অভিনেত্রীর ব্যাগে?
দু’জোড়া সানগ্লাস, চার্জার এবং চিরুনি ব্যাগে থাকবেই। সঙ্গে রাখেন সুগন্ধী এবং তাঁর প্রিয় মুখের মিস্ট। বাইরে রোদে শুটিং করতে হলে বা গরমের দিনে মিস্ট তাঁকে দ্রুত সতেজতা জোগায়। এটি ব্যবহার করা সহজ। একটু দূর থেকে মুখে স্প্রে করে নিতে হয়।
সানস্ক্রিন নিতে কখনও ভোলেন না দীপিকা। রোদে বেরোলে নির্দিষ্ট সময় অন্তর তা আবার মুখে, হাতে এবং শরীরের উন্মুক্ত জায়গায় মেখে নেন। তবে শুধু এটুকুই নয়। কার্যত গোটা সংসারই থাকে তাঁর ব্যাগে।