ঘুরতে গিয়ে হোটেলে পৌঁছেই ব্যাগগুলি মাটিতে রেখে দেওয়া হল। ব্যস, স্বস্তি। এখানেই বেশির ভাগ পর্যটক ভুল করেন। হোটেলের ঘরে মাটিতে লাগেজ রাখা উচিত নয়। যাঁদের নিয়মিত কর্মসূত্রে ঘুরতে হয়, তাঁদের অনেকেই হয়তো বিষয়টা জানেন।
হোটেলের মাটি অধিকাংশ ক্ষেত্রেই কাঠ বা কার্পেটে মোড়া থাকে। বাইরে থেকে ব্যাগ এনে সেখানে রাখলে মনে হতে পারে, ঘরের মেঝে নোংরা হবে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে, তার থেকেও একটি বড় সমস্যা উপস্থিত হতে পারে।
আরও পড়ুন:
ভ্রমণে অভিজ্ঞ ব্যক্তিরা জানাচ্ছেন, হোটেলের রুম ছারপোকাদের (বেড বাগ) পছন্দে জায়গা। সব হোটেলের সব ঘরে প্রতি দিন বুকিং থাকে না। ঠান্ডা ঘরে নিরিবিলিতে সেখানে বসতি গড়ে তোলে ছারপোকার দল। বেশির ভাগ সময়েই তারা কার্পেটে বা কাঠের মেঝেতে বাসা বাঁধে। পাশাপাশি, তোষক এবং খাটের নীচেও তারা ঠান্ডায় থাকে। ক্ষুদ্রাকৃতির জন্য তাদের খালি চোখে দেখা সব সময় সম্ভব নয়। মাটিতে ব্যাগ রাখলে, সেখানে হানা দেয় তারা। তাই নিজের অজান্তেই পর্যটকেরা এক হোটেল থেক অন্য হোটেলে লাগেজের মাধ্যমেই ছারপোকা নিয়ে উপস্থিত হন। কখনও কখনও নিজেদের বাড়িতেও এই ভাবে ছারপোকা হাজির হতে পারে। হোটেলের ঘরে আলমারিতে ব্যাগ রাখার আগেও ভাল করে দেখে নেওয়া উচিত।
কোথায় ব্যাগ রাখা উচিত
হোটেলের ঘরে বাথরুম শীতল থাকে। কারণ, মেঝে টাইলস দিয়ে মোড়া থাকে। পাশাপাশি, বাথরুমে জলের ব্যবহার করা হয়। এই জোলো পরিবেশ ছারপোকাদের পছন্দ নয়। তাই হোটেলে লাগেজ ব্যাগ রাখার নিরাপদ স্থান হতে পারে বাথরুমের কোনও তাক। বাথরুমে বেসিনের নীচে লাগেজ রাখা যায়। বাথটাব কেউ ব্যবহার না করলে, তার মধ্যেও ব্যাগ রাখা যায়।
বাড়ি ফেরার পরে
ভ্রমণ সেরে বাড়িতে ফেরার পর ব্যাগ আগে ভাল করে দেখে নেওয়া উচিত। ব্যাগটি ভাল ভাবে ঝেড়ে তার পরেই তা ঘরে নিয়ে যাওয়া উচিত। এ ক্ষেত্রে কোনও কীটনাশক স্প্রে বা তরলে কাপড় চুবিয়ে ট্রলি ব্যাগের চাকা পরিস্কার করে নেওয়া উচিত। তা হলে ছারপোকা থাকলেও তারা ঘরে হানা দিতে পারবে না।