Advertisement
E-Paper

৬০ মিনিটে ১৫৭৫টি পুশ আপ! দ্বিতীয় বার গিনেস বুকে নাম তুললেন ৫৯-এর ‘সুপার উওম্যান’

১ ঘণ্টায় ১৫৭৫টি পুশ আপ করে নতুন একটি রেকর্ড করেছেন। মহিলাদের মধ্যে ৬০ মিনিটে সর্বাধিক পুশ আপ করার শিরোপা উঠেছে ডোনাজ়িনের মাথায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৪
59 year woman wins world record title after completing 1575 push ups in 60 minutes

ছবি: সংগৃহীত।

৫৯ বছর বয়সে দ্বিতীয় বারের জন্য বিশ্বরেকর্ড গড়লেন কানাডার বাসিন্দা ডোনাজ়িন ওয়াইল্ড। যে বয়সে সকলে অবসর নেওয়ার কথা চিন্তাভাবনা করেন সেই বয়সে আরও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলেন ডোনাজ়িন। ১ ঘণ্টায় ১৫৭৫টি পুশ আপ করে নতুন একটি রেকর্ড করেছেন। মহিলাদের মধ্যে ৬০ মিনিটে সর্বাধিক পুশ আপ করার শিরোপা উঠেছে ডোনাজ়িনের মাথায়।

এর আগে মার্চ মাসে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নাম তুলেছিলেন। বাহুতে ভর দিয়ে পা সোজা রেখে একটি বিশেষ অবস্থানে (প্ল্যাঙ্ক পজ়িশন) থেকেছিলেন সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময়। সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই অবস্থানে থাকার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাঁকে স্বীকৃতি দেয়।

ডোনাজ়িন জানিয়েছেন, তাঁর প্রথম রেকর্ডের জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছিল। আর এই প্রশিক্ষণই তাঁকে দ্বিতীয় বারের রেকর্ড গড়তে সাহায্য করেছিল। প্ল্যাঙ্কিং-এর প্রস্তুতির জন্য দিনে ৫০০ বার করে তাঁকে পুশ আপ করতে হত বলে জানান ডোনাজ়িন। প্রকৃতির শান্ত পরিবেশ আলবার্টার বিজ়ারে নিজের বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন চালিয়ে গিয়েছেন এই প্রৌঢ়া।

ডোনাজ়িনের বয়স এখন ৫৯ বছর। ১২ জন নাতি-নাতনিকে নিয়ে ভরভরন্ত সংসার রয়েছে তাঁর। যারা তাঁকে নিয়ে খুবই গর্ব করে। তাঁর কাজকে তারা সম্মান করে এবং সব সময় উৎসাহিত করে। প্রথম রেকর্ড থেকে শুরু করে দ্বিতীয় রেকর্ড সব সময় ডোনাজ়িনের পাশে থেকেছে তাঁর নাতি-নাতনিরা। ডোনাজ়িন পেশায় ছিলেন স্কুলের সহ-অধ্যক্ষ। অবসরের পর সময় কাটাতে তিনি শরীরচর্চা শুরু করেন। এক সময় শরীরচর্চার প্রেমে পড়ে যান তিনি। বিভিন্ন কঠিন কঠিন ব্যায়ামগুলো করতে থাকেন। ধীরে ধীরে বেশ অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। ডোনাজ়িনের এই রেকর্ডের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামের ‘কমপ্লেক্স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ডোনাজ়িনের বিশ্ব রেকর্ডের ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Push Ups Guiness World Record Canada Plank Youtube
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy