বিলাসবহুল বাড়ি বেচাকেনার সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে রয়েছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। কয়েক দিন আগে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই কনসার্টে বিনামূল্যে টিশার্ট বিতরণ করা হচ্ছিল। তা নিতে মঞ্চের সামনে ভিড় জমিয়েছিল কমবয়সিরা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে টিশার্ট নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে দিলেন সেই বৃদ্ধা। অভিযোগ, বিনামূল্যের টিশার্ট কেড়ে নিতে সাত বছরের বালিকার হাত কামড় দেন তিনি।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭৫ বছর বয়সি বৃদ্ধার নাম গেইল বোমজ়ে। রিয়্যাল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। গত সপ্তাহে ম্যানহাটনের হাম্পটন্সের একটি কনসার্টে গিয়েছিলেন গেইল। সেখানে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিনামূল্যে টিশার্ট বিতরণ করা হচ্ছিল। বিনামূল্যের পোশাক দখল করতে গিয়ে নাকি অসমবয়সিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন গেইল।
আরও পড়ুন:
পুলিশের দাবি, টিশার্ট নেওয়ার সময় মঞ্চের সামনে বাচ্চাকাচ্চারা ভিড় জমিয়েছিল। কাড়াকাড়ি করতে গিয়ে ভিড়ে দাঁড়িয়ে থাকা সাত বছরের এক বালিকার হাতে কামড়ে দেন গেল। বালিকার বাবা-মায়ের অভিযোগ, কামড় খাওয়ার ফলে তাঁদের সন্তানের হাত থেকে রক্ত বেরোতে থাকে। বালিকার হাতও নাকি ফুলে যায়।
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গেইলকে। পরে অবশ্য গেইলকে ছেড়ে দেওয়া হয়। গেইলের পাল্টা দাবি, টিশার্ট নেওয়ার জন্য কনসার্টে এমন গন্ডগোল শুরু হয়ে যায় যে, তিনি ভিড়ে আর দাঁড়িয়ে থাকতে পারেননি। সেখানে উপস্থিত অনেকেই নাকি গেইলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন।