বিবাহবিচ্ছেদের দুঃখ ভুলতে নাগাড়ে মদ খেয়ে চলেছিলেন এক ব্যক্তি। টানা এক মাস পেটে পড়েনি কোনও খাবার। সারা দিন ধরে শুধু বিয়ার পান করে চলেছিলেন ৪৪ বছর বয়সি যুবক। অত্যধিক মদ্যপানের ফলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মারা গেলেন ওই যুবক। স্কুল থেকে ফিরে এসে তরুণের কিশোর ছেলে দেখে তার বাবা মাটি শুয়ে কাতরাচ্ছেন। শরীরে প্রবল খিঁচুনি শুরু হয়ে গিয়েছে। তার পর অজ্ঞান হয়ে যান। জরুরি সহায়তাতে ফোন করে তরুণের ছেলে। সাহায্য পৌঁছোনোর আগেই মারা যান অসুস্থ যুবক।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। রায়ং প্রদেশের বান চ্যাং জেলার বাসিন্দা থাওয়েসাক নামওংসা নামের এক ব্যক্তি বিবাহবিচ্ছেদের ফলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সে কারণে এক মাস ধরে কোনও রকম খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে বিরত ছিলেন। তিনি কয়েক সপ্তাহ ধরে কেবল বিয়ার পান করেছিলেন। যদিও তাঁর ১৬ বছর বয়সি ছেলে তাঁকে প্রতি দিন টাটকা খাবার তৈরি করে খাওয়ানোর জন্য বহু সাধ্যসাধনা করত। থাওয়েসাকের ছেলে পুলিশকে বলে, ‘‘আমি প্রতি দিন নিজের জন্য রান্না করতাম এবং আমার বাবাকে আমার সঙ্গে খেতে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তিনি খেতে চাননি। সারা দিন বোতলের পর বোতল বিয়ার পান করে বেঁচেছিলেন। সারা দিন আর কিছুই করতেন না বাবা।’’
আরও পড়ুন:
সাহায্যের জন্য ফোন পেয়ে থাওয়েসাকের ঘরে ঢুকে তাজ্জব হয়ে যান প্যারামেডিকেরা। গোটা ঘর জুড়ে শুধু ছড়ানো-ছিটোনো বিয়ারের বোতল। মেঝেতে ১০০টিরও বেশি খালি বিয়ারের বোতল পাওয়া গিয়েছে। চলাফেরা করারও খুব একটা জায়গা ছিল না। মেঝের প্রায় প্রতিটি ইঞ্চি দখল করে রেখেছিল বোতলগুলি।
পুলিশ জানিয়েছে যে, বিবাহবিচ্ছেদের পর যুবক মারাত্মক ভাবে বিষণ্ণ হয়ে পড়েছিলেন। সম্ভবত সেই কারণে খাবার প্রত্যাখ্যান করতে শুরু করেন এবং অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও, পুলিশের প্রাথমিক সন্দেহ, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।