Advertisement
E-Paper

লাঠি দিয়ে মুখে, মাথায় খোঁচা, খেপে গিয়ে যুবকের পা কামড়ে ধরল বিকট সরীসৃপ! কী ঘটল তার পর

বিশ্রামরত কুমিরকে খোঁচা মেরে উত্ত্যক্ত করতে গিয়ে মারাত্মক জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আফ্রিকায়।

A crocodile handler in South Africa was attacked during a live show

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫
Share
Save

বন্য প্রাণীদের নিয়ে নানা রকম খেলা দেখানো ও তাদের স্বভাব আচরণ নিয়ে কৌতুহলের সীমা নেই মানুষের। কখন কখনও সেই কৌতূহল এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে তার মাসুল গুনতে হয় মানুষকেই। মারাত্মক চোট আঘাত, এমনকি প্রাণের বিনিময়েও। বন্যপ্রাণ নিয়ে সে রকমই বাড়তি কৌতূহলের কারণে বিপদ ডেকে আনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। বিশ্রামরত কুমিরকে খোঁচা মেরে উত্ত্যক্ত করতে গিয়ে মারাত্মক জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আফ্রিকায়। লাইভ শো চলাকালীন এক জন কুমির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ব্যক্তির উপর হামলা চালায় একটি বিশাল কুমির।

‘নেচারইজ়মেটাল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, হাফ প্যান্ট জামা পরা এক ব্যক্তি হাতে একটি সরু লাঠি নিয়ে বার বার কুমিরটি মুখে, চোয়ালের পাশে সুড়সুড়ি দিতে থাকেন। প্রথমে চুপচাপ নির্জীবের মতোই শুয়েছিল কুমিরটি। মাথা তুলে চোয়াল অল্প ফাঁকা করে মাথা নাড়াচ্ছিল সরীসৃপটি। তার পরই ওই যুবক লাঠিটি নিয়ে সেটির পেটের অংশে খোঁচা মারতে থাকেন। অপ্রত্যাশিতভাবেই যুবকের আচরণের জবাব দেয় প্রাণীটি। বাগে পেতেই কুমিরটি যুবকের পা খপ করে কামড়ে নেয়। হই চই পড়ে যায় দর্শকদের মধ্যে। সকলে ভয়ে চিৎকার করে ওঠেন। পা কামড়ে ধরে থাকে কুমির। পরে কোনও ক্রমে পা ছাড়িয়ে নেন তিনি। গুরুতর আহত হন ওই যুবক। ৬ দিন আগে পোস্ট হওয়া ভিডিয়োটিতে ৬৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Crocodile Africa Accident

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}