Advertisement
E-Paper

নিরামিষ খাবার অর্ডার করে পাতে পড়ল মুরগির রোস্ট! ‘ইচ্ছাকৃত ভুল’ নিয়ে রেস্তরাঁয় হইচই

নিরামিষের বদলে আমিষ খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মিরাটের একটি রেস্তরাঁয় হইচই শুরু হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫
A family in Meerut was accidentally served roasted chicken instead of the vegetarian dish

ছবি: সংগৃহীত।

রেস্তরাঁয় গিয়ে নিরামিষ খাবার অর্ডার করা সত্ত্বেও পাতে পড়ল রোস্টেড চিকেন! সেই খাবারের স্বাদ নিতে গিয়ে অন্য রকম মনে হওয়ায় পরিবেশকদের চেপে ধরতেই ধরা পড়ল ভুল। ‘বিলায়েতি ভেজ’ নামের একটি বিশেষ খাবারের বদলে মুরগির পদ দেওয়ার অভিযোগ ওঠে রেস্তরাঁর বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে চলে রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বাদানুবাদ। খাবার খেতে আসা ওই পরিবারের অভিযোগ ইচ্ছাকৃত ভাবে তাঁদের ভাবাবেগে আঘাত করতেই এই কাজটি করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মিরাটের একটি রেস্তোরাঁয় তুমুল হইচই শুরু হয়। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম এক্স হ্যান্ডল থেকে। ‘সচিনগুপ্তা’ নামের একটি হ্যান্ডল থেকে বাগ্‌বিতণ্ডার ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন সেখানে খেতে আসা এক পরিবার। এর পরে সেখানকার পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ আরও তীব্র হয় যখন ওই পরিবার খাবার পরিবেশকের নাম জানতে পারে। পরিবারটির অভিযোগ, এই ভুলটি ইচ্ছাকৃত এবং তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার চেষ্টা। রেস্তরাঁর পক্ষ থেকে নিরামিষের বদলে আমিষ খাবার পরিবেশনের ভুল স্বীকার করে নেওয়া হয়। ভিডিয়োয় রেস্তরাঁর ম্যানেজারকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই ঘটনাটি অনিচ্ছাকৃত। এই অসুবিধার জন্য আমরা গভীর ভাবে দুঃখিত।’’

Veg Non-Veg Meerut Restaurant Chicken service Waiter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy