চার মাসের শিশুকন্যাকে নিয়ে আবাসনে ঘুরছিলেন এক তরুণী। তিনি সম্পর্কে নবজাতকের মামী। তাঁর কোলেই ঘুমোচ্ছিল শিশুটি। সেই সময়ে আবাসনের নীচের অংশে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন বেশ কয়েক জন। তাদের মধ্যে এক তরুণ তাঁর পোষা রটওয়েলারটিকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। শিশুটিকে নিয়ে তরুণী যেখানে দাঁড়িয়েছিলেন, সে দিকে এগিয়ে আসে কুকুরটি। হঠাৎ কুকুরটি আক্রমণাত্মক হয়ে ওঠে। ঝাঁপিয়ে পড়ে ওই তরুণী এবং শিশুটির উপর। আবাসনের সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছিল গত ১৩ মে, গুজরাতের অহমদাবাদের হাতিজান এলাকায়। সেখানে একটি আবাসনে রাতে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রটওয়েলারটি বক্লস বাঁধা অবস্থায় তার মালিকের সঙ্গে নীচের তলায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ কুকুরটি আক্রমণাত্মক হয়ে ওঠে। মালিকের হাত ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে শিশুকে কোলে নিয়ে থাকা তরুণীর উপর। বিদ্যুৎগতিতে রটওয়েলারটি কামড়াতে শুরু করে দু’জনকে।
গলার বাঁধন ধরে টেনেও রোখা যাচ্ছিল না ভয়ঙ্কর কুকুরটিকে। একরত্তি শিশুকে আঁচড়ে কামড়ে ফালাফালা করে ফেলে বিশাল কুকুরটি। আহত হন তরুণীও। পুলিশ জানিয়েছে, উভয়কেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটি মারা গিয়েছে। তরুণী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর একটি এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। মৃত শিশুর মামা রাজু চৌহান সাংবাদিকদের জানান, ঘাড় এবং খুলিতে গভীর ক্ষতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।