Advertisement
E-Paper

সহযাত্রীর গায়ে প্রস্রাব! ক্ষমা চেয়ে অভিযোগ না-জানানোর অনুরোধ, অভিযুক্তকে নিষিদ্ধ করল বিমান সংস্থা

অবাঞ্ছিত এই ঘটনার জন্য বিমান সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলেছেন যাত্রীর সৎমেয়ে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৫
A man allegedly peed on a fellow passenger while travelling in a flight

—প্রতীকী ছবি।

বিমানের ভিতরে সহযাত্রী বৃদ্ধের গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সান ফ্রান্সিসকো থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে বিজ়নেস ক্লাসে ফিলিপিন্সের ম্যানিলায় যাচ্ছিলেন জেরেমি গুতরেজ় নামের ওই ব্যক্তি। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করেই এক যাত্রী তাঁর গায়ে প্রস্রাব করতে শুরু করেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমে ওই ব্যক্তির সৎমেয়ে নিকোল কর্নেল জানিয়েছেন, তাঁর বাবা বিমানে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় তিনি অনুভব করেন তার পেট ভিজে যাচ্ছে। তিনি সেই মুহূর্তে ভেবেছিলেন তিনি কোনও স্বপ্ন দেখছেন। চোখ খুলেই দেখেন এক ব্যক্তি তাঁর গায়ে প্রস্রাব করছেন। বিমানের কর্মীদের সাহায্যে চাইলেও কেউ এগিয়ে আসেননি। তাঁদের আশঙ্কা ছিল, যিনি এই কাজটি করছেন তাঁকে বাধা দিতে গেলে হিংস্র হয়ে আক্রমণ করে বসবেন।

অবাঞ্ছিত এই ঘটনার জন্য বিমান সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলেছেন নিকোল। তিনি জানান, যাত্রীদের অসুবিধার দিকে নজর না-দিয়ে তাঁরা নিজেদের স্বার্থের কথাই ভেবেছেন। সংস্থা এই বিষয়ে কোনও পদক্ষপে না-নেওয়ায় হতাশ ও ক্ষুব্ধ নিকোল। ইউনাইটেড এয়ারলাইন্সের এক জন মুখপাত্র অবশ্য জানিয়েছেন, এই ধরনের ঘটনার কথা তাঁদের নজরে এসেছে। কেউ বিস্তারিত অভিযোগ জানাননি। যিনি এই কুকর্মটি করেছেন সেই যাত্রীকে নিষিদ্ধ করেছে বিমান সংস্থা, জানিয়েছেন মুখপাত্র। সংবাদমাধ্যমের সূত্র বলছে, যে ব্যক্তির গুতেরেজ়ের উপর প্রস্রাব করার অভিযোগ রয়েছে তিনি এসে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ না করার অনুরোধও করেন তিনি ।

ঠিক একই ঘটনা ঘটেছিল ভারতেও। ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার একটি বিমান নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল। সেই বিমানের বিজ়নেস ক্লাসের যাত্রী ছিলেন শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় তাঁর পাশে বসা বছর সত্তরের এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন তিনি। এই ঘটনায় তোলপাড় পড়ে যায়।

Air India Toilet flight Business plane america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy