বন্ধুদের সঙ্গে দল বেঁধে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন হরিদ্বারে। অতিরিক্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার লোভে রেলিং পেরিয়ে ডুব দিতে গিয়ে ঘটল ভয়াবহ বিপদ। খরস্রোতা নদীর টানে চোখের নিমেষে ভেসে গেলেন যুবক। আরও মর্মান্তিক ঘটনা যেটি, সেটি হল ঘটনাটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত রইলেন তাঁর বন্ধুরা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল হরিদ্বারের গোবিন্দপুরী ঘাট। গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের নাম বিকাশ, বয়স ৪০। রবিবার দুপুরের সেই ঘটনারই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন দর্শক। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমের জন্য ভিডিয়ো তৈরি করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ ও তাঁর কয়েক জন বন্ধু। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিকাশ গঙ্গায় ডুব দিতে জলে নামেন । ধীরে ধীরে রেলিং পেরিয়ে গভীর জলে সাঁতার কাটার জন্য এগিয়ে যেতে থাকেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই জলের তীব্র স্রোতে ভেসে যান তিনি। তাঁর বন্ধুরা সেই সময় পারে দাঁড়িয়ে রিল তৈরি করছিলেন বলে জানা গিয়েছে। রিল-ভিডিয়ো তৈরির জন্য বন্ধুদের অনুরোধে বিকাশ সুরক্ষা রেলিং টপকে গভীর স্রোতের দিকে এগিয়ে যান। তাঁকে ডুবতে দেখে বাঁচাতে আসেননি কোনও বন্ধুই। উল্টে তাঁরা ঘটনার ভিডিয়ো রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে, কিন্তু যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি। ২৪ ঘণ্টা পর বিকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ পাথরি পাওয়ার হাউসের কাছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ‘গণপত তেলি’ নামের এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়ো দেখে ক্ষোভপ্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কিছু লাইক এবং খ্যাতি পাওয়ার জন্য অনেকে তাঁদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন সে নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘রিলের উন্মাদনার কাছে বন্ধুর জীবনও তুচ্ছ।’’ অন্য একজন লিখেছেন, ‘‘শুধু অবহেলার কারণে একটি প্রাণ গেল।’’