রাতের অন্ধকারে জাতীয় সড়কে প্রবল গতিতে ছুটছে পেল্লায় একটি উট! পাশ দিয়ে ছুটে যাচ্ছে একের পর এক গাড়ি। ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকা উটের দিকে অবাক চোখে তাকিয়েছিলেন গাড়ির চালক ও যাত্রীরা। আরও অবাক করা কাণ্ড হল সেই উটের উপর সওয়ার হয়ে ছিলেন তার মালিক। তিনি উটের পিঠে চড়েই ঘুমিয়ে পড়েছিলেন। উটটি তাঁকে পিঠে নিয়েই প্রবল বেগে ছুটছিল। ঘটনাটি হায়দরাবাদের পিভি নরসিমা রাও এক্সপ্রেস উড়ালপুলে ঘটেছে বলে জানা গিয়েছে। গাড়ি চালাতে চালাতে অনেকেই এই অদ্ভুত দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনা প্রায়শই শোনা যায়। কিন্তু মদ্যপ অবস্থায় উট চালানোর ঘটনা খুব একটা বেশি দেখা বা শোনা যায় না। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উড়ালপুলের উপর প্রবল বেগে ছুটছে উট। পিঠে ঘুমিয়ে তার মালিক। উটে চড়া ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন যে তিনি উটের পিঠে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। আর উটটি নিয়ন্ত্রণহীন হয়ে এলোমেলো ভাবে ছুটছিল। এর ফলে বাকি যানবাহন সমস্যায় পড়ে। উটের সঙ্গে গাড়িগুলির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। উটের উপর বসে থাকা ব্যক্তির গায়ে জল ছুড়ে তাঁকে জাগানোর চেষ্টা করেন এক গাড়ির আরোহী। সেই উপায়ও ফলপ্রসূ হয়নি।
আরও পড়ুন:
অবশেষে গাড়ি থামিয়ে এক তরুণ দৌড়ে গিয়ে উটের গলার রশিটি ধরে ফেলেন। উটটিকে রাস্তার পাশে থাকা একটি স্তম্ভে বেঁধে ফেলা হয়। তার পর পিঠ থেকে মদ্যপকে নামিয়ে আনা হয়। হাঁপ ছেড়ে বাঁচেন পথচারীরা। ভিডিয়োটি ‘আইকেশর্টস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ন’লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে উটের মালিকের দায়িত্বজ্ঞান নিয়ে সমালোচনা হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গাড়িই নেই, তা-ও মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে ধৃত! ভাই তোর ক্ষমতা আছে!’’