একান্তে সময় কাটাতে হোটেল বুক করেছিলেন যুগল। সেই সিন্ধান্ত যে তাঁদের প্রেমের সম্পর্কে বড়সড় বদল আনতে চলেছে তা বুঝতে পারেননি দু’জনের কেউই। হোটেলের ওয়াইফাই সংযোগই যে তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি করবে তা কেই বা জানত! হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে প্রেমিকার ফোনে স্বয়ংক্রিয় ভাবে ওয়াইফাই সংযোগ হয়ে যায়। আর তাতেই বাড়ে প্রেমিকের সন্দেহ। তিনি অভিযোগ তোলেন বান্ধবী অন্য কারও সঙ্গে এখানে ইতিপূর্বেই সময় কাটিয়ে গিয়েছেন। সেই থেকে তর্কাতর্কি ও ঝগড়া। শেষমেশ সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করে হোটেল ছেড়ে বেরিয়ে যান তরুণ।
‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে চিনে। দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং শহরের একটি হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এক তরুণী। ফোনে পরিচয়পত্র ডাউনলোড করতে গিয়ে তাঁর প্রেমিক লক্ষ করেন হোটেলের ওয়াইফাই-এর সঙ্গে তরুণীর ফোনটি সংযুক্ত হয়ে গিয়েছে। তরুণী বার বার বলতে থাকেন এই প্রথম এই হোটেলে তিনি এসেছেন। তাতেও যুবকের সন্দেহের অবসান হয়নি। সন্দেহের জেরে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন। সেই হোটেলেই বিচ্ছেদের ঘোষণা করে চলে আসেন।
আরও পড়ুন:
পরে বিষয়টি নিয়ে তলিয়ে খোঁজখবর নেন তরুণী। অনুসন্ধান চালিয়ে দেখা যায় একই নামে একটি হোটেলে কাজ করতেন এই তরুণী। সেখানকার ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড তাঁর ফোনে সেভ করা ছিল। চকিঙের যে হোটেলে তিনি ও তাঁর প্রাক্তন প্রেমিক এসেছিলেন সেই হোটেলের ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড তরুণীর পুরনো কর্মক্ষেত্রের ওয়াইফাইয়ের সঙ্গে মিলে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এই সত্যিটা প্রেমিককে জানিয়েও বিশেষ লাভ হয়নি তরুণীর। সম্পর্ক মেরামত করতে রাজি নন তাঁর প্রেমিক, জানিয়েছেন তরুণী।