৮৬ বছর বয়সে মৃত ছেলের বান্ধবীকে বিয়ে করলেন এক বৃদ্ধ। ছেলে মারা যাওয়ার দিন কয়েক পরেই এই সিদ্ধান্ত নেন বৃদ্ধ। বাবার সিদ্ধান্তে চটেছেন বৃদ্ধের মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনে। স্থানীয় একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিয়াও নামে বৃদ্ধ গুয়াংডং প্রদেশের ফোশানের বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রী মারা যান ২০২২ সালে। চলতি বছর লিভারের রোগে ভুগে মারা যান ছেলেও। তার এক মাস পরেই বিয়াও ছেলের বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলে জানা গিয়েছে। ছেলের বান্ধবীকে বিয়ে করার কারণ হিসাবে বিয়াও জানিয়েছেন, এই বয়সে তিনি নার্সিং হোম বা বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান না।
আরও পড়ুন:
তাঁকে দেখাশোনা করতে চান তরুণী ওয়াং। সে জন্যই ছেলের বান্ধবীকে বিয়ে করেছেন তিনি। ছেলের বান্ধবী, যিনি বর্তমানে বিয়াওয়ের স্ত্রী, তাঁর বয়স ৩৩। এক বছর আগে ওয়াং বিয়াওয়ের ছেলের সঙ্গে একত্রবাস করতে শুরু করেছিলেন। ওয়াঙের দাবি, তিনি তাঁর সঙ্গীর বাবাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন। বৃদ্ধ বয়সে বিয়াওকে নাকি তিনি নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমে পাঠাতে চাননি।
অন্য দিকে, বিয়াওয়ের মেয়ে কিনের দাবি, বাবার সম্পত্তি কব্জা করতে ওয়াং এই কাণ্ড ঘটিয়েছেন। এই বিয়েতে কিনের এতটাই আপত্তি ছিল যে, তিনি বাড়িতে এসে ভাঙচুর করেন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিয়াওয়ের বাড়িটি তাঁর প্রথম স্ত্রীর নামে। মেয়ে কিন চেয়েছিলেন বাবাকে দূরে কোথাও পাঠিয়ে সেই বাড়িটি ভাড়া দিয়ে দিতে। বিয়াও এই পরিকল্পনায় বাদ সাধেন। তাতেই রেগে যান কিন। বিয়াওয়ের দাবি, ওয়াং তাঁর থেকে কোনও অর্থ দাবি করেননি। স্বেচ্ছায় তাঁকে দেখাশোনা করতে রাজি হয়েছেন বৃদ্ধের তরুণী স্ত্রী। তিনি আরও জানিয়েছেন, যে তাঁর যত্ন নেবে তাঁকেই তিনি উত্তরাধিকারী মনোনীত করবেন।