হঠাৎ করে দেখলে মনে হবে কালো কুচকুচে সাপের মুখযুক্ত হাতে পরার বালা। ভাল করে দেখার পর আঁতকে ওঠার পালা। এ তো সত্যিই সাপ। কুণ্ডলী পাকিয়ে হাতের অলঙ্কারের আকৃতি নিয়েছে। মাত্র এক হাত লম্বা ছোট এই সাপটি গিলে খেয়েছে নিজেকেই! সেই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছ়়ড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমে নজর কাড়তেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে সাপটি নিজের শরীরকেই উদরস্থ করে বসে রয়েছে। সে কারণে গোল হয়ে বালার আকার ধারণ করে ফেলেছে ওই সরীসৃপ। ভিডিয়োয় দেখা গিয়েছে, তালুতে সাপটি রেখে ক্যামেরার সামনে এলেন এক ব্যক্তি। তাঁকে বলতে শোনা গিয়েছে এই সাপটির নাম ‘মেক্সিকান ব্ল্যাক কিং’। সাপটির প্রজাতি অন্য সাপকে গিলে খেতে ওস্তাদ। কিংস্নেক প্রায়শই অন্য সাপদের খেয়ে ফেলে। এমনকি কিংস্নেক, র্যাটেলস্নেক ও কপারহেড ভেনামদেরও হজম করে ফেলে।
আরও পড়ুন:
এই সাপটি হঠাৎ করে কেন নিজেকেই খেয়ে বসল তা বুঝতে পারেননি ক্যামেরায় থাকা ব্যক্তিও। তিনি এই ধরনের ঘটনা আগে কখনও প্রত্যক্ষ করেননি বলে জানান। ধীরে ধীরে সাপটির দেহ টেনে মুখের ভিতর থেকে বার করে আনা হয়। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে। ১২ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘খিদের চোটে নিজেকেই খেয়ে ফেলেছে সাপটি।’’