দুরপাল্লার ট্রেনে সফরকালে টিকিট নিশ্চিত না হলে দাঁড়িয়ে বা মেঝেতে বসে যাওয়া ছাড়া উপায় থাকে না। কোনও কোনও যাত্রী আবার অদ্ভুত উপায়ে বসার বা শোওয়ার ব্যবস্থা করে নেন। টিকিট নিশ্চিত হয়নি তো কী হয়েছে, বুদ্ধি খাটিয়ে উপায় তো বার করাই যায়! ঘুমের বন্দোবস্ত করার জন্য অদ্ভুত এক পন্থা বার করলেন এক যাত্রী। সিট না পেয়ে জানলায় চাদর বেঁধে ঘুমোতে দেখা গিয়েছে এক যাত্রীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় বা কোন ট্রেনে ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ় ব্যক্তি দুটি বসার সিটে মাথা ও পা রেখে ঘুমোচ্ছেন। দু’টি সিটের মধ্যে বেশ কিছুটা ফাঁক রয়েছে। সেই সমস্যা দূর করতে ট্রেনের জানালায় কাপড় বেঁধে পা ঢুকিয়ে একটা দোলনা তৈরি করেছেন ওই যাত্রী। এই অবস্থায় তাঁর শরীরের অর্ধেক অংশ কাপড়ের মধ্যে ঝুলছে। শরীরের বাকি অংশটি সিটের উপর। ভারতীয় রেলে প্রতি দিন লক্ষ লক্ষ যাত্রী ভ্রমণ করেন। এমন পরিস্থিতিতে অনেকের টিকিটই নিশ্চিত হয় না। এমন পরিস্থিতিতে অনেক যাত্রী নিজেই ঘুমোনোর বা বসার ব্যবস্থা করে নেন। তাদের মধ্যে এক জন হলেন এই ব্যক্তি, যাঁর বুদ্ধির বহর দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি ‘আতাউল্লাহ বিন আনওয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৬ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে এই ভিডিয়োয়। প্রচুর মজার মজার মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘উনি সম্ভবত জানেন না যে সিটটি নীচে রয়েছে।” অন্য এক জন মন্তব্য করেছেন ‘‘এটা উদ্ভাবনী কোনও বিষয় নয়, এটা দারিদ্র্য।’’