Advertisement
E-Paper

গর্ভে যমজ সন্তান, বিশাল স্ফীতোদর, অনায়াস ছন্দে নেচে সমাজমাধ্যমে ঝড় তুললেন হবু মা, কুর্নিশ জানাল নেটপাড়া

সোনম এক জন নৃত্যশিল্পী, চিকিৎসক এবং দুই সন্তান রয়েছে তাঁর গর্ভে। ভাইরাল হওয়া ভিডিয়োয় নাচের সময় তাঁর বেশ কঠিন পদক্ষেপগুলি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ তাঁরা এই ধরনের নাচের ভঙ্গিকে বিপজ্জনক বলে মনে করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১০:৩৯
Woman pregnant with twins is going viral for showing her dance

ছবি: সংগৃহীত।

উন্মুক্ত স্ফীতোদর, গর্ভে যমজ সন্তান। তাই নিয়েই জনপ্রিয় বলিউডি গানের তালে নেচে সমাজমাধ্যমে ঝড় তুললেন তরুণী। সমাজমাধ্যমে প্রকাশিত হওয়া সেই ভিডিয়ো দেখে অনেকেই হতবাক। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ভাবে নাচার যৌক্তিকতা নিয়ে প্রচুর প্রতিক্রিয়া ধেয়ে এসেছে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, খ্যাতনামী কোরিয়োগ্রাফার এবং সমাজমাধ্যম প্রভাবী আদিল খানের সঙ্গে ‘ডিং ডং ডিং’ গানের তালে নাচতে দেখা গিয়েছে এক হবু মাকেও। তাঁর নাম সোনম দয়া। সোনম এক জন নৃত্যশিল্পী, চিকিৎসক এবং দুই সন্তান রয়েছে তাঁর গর্ভে। ভাইরাল হওয়া ভিডিয়োয় নাচের সময় তাঁর বেশ কঠিন পদক্ষেপগুলি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ তাঁরা এই ধরনের নাচের ভঙ্গিকে বিপজ্জনক বলে মনে করেছিলেন। কেউ কেউ সোনমকে অসাবধান বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সোনম নিজেই সমস্ত দুর্ভাবনা উড়িয়ে আশ্বস্ত করেছেন তাঁদের। এক জন চিকিৎসক হওয়ার কারণে তিনি ভিডিয়োয় পোস্ট করে লেখেন, গর্ভাবস্থায় ব্যায়াম নিরাপদ এবং উপকারী, যদি সঠিক ভাবে করা হয়।

অন্তঃসত্ত্বা সোনমের শারীরিক শক্তি এবং সক্রিয়তা দেখে নেটাগরিকেরা এক দিকে যেমন বিস্মিত হয়েছেন, তেমনই এই সময় এত বেশি নড়াচড়া করা নিরাপদ কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোনমের নাচ শুধুমাত্র সাধারণ নেটাগরিকদের নজর কেড়েছে এমনটা নয়। বলিউডের অভিনেত্রী ভাগ্যশ্রী মন্তব্য করেছেন, ‘‘তুমি অসাধারণ, তোমার নাচ দেখে যদিও আমার হৃদ্‌স্পন্দন বেড়ে গিয়েছিল। তুমি এটাকে এত সহজ করে তুলেছ। ঈশ্বর তোমাকে সুস্থতা এবং শক্তি দান করুন। তোমাকে এবং তোমার ছোটদের জন্য ভালবাসা। ধন্যবাদ।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। আট লক্ষেরও বেশি নেটমাধ্যম ব্যবহারকারী এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

Pregnancy Instagram Viral Dance Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy