Advertisement
E-Paper

‘ওড়া’র জন্য রয়েছে আলাদা পাসপোর্ট! মালিকের সঙ্গে বিমানে চড়ে দেশে দেশে ঘুরে বেড়ায় বাজ! রইল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা পোশাক পরা আমিরশাহির বাসিন্দা তরুণের হাতে বসে রয়েছে একটি বড়সড় বাজ। শিকারি পাখিটিকে দেখে অবাক হয়ে অন্য তরুণ জিজ্ঞাসা করেন, ‘‘পাখিটিও কি বিমানে আমাদের সঙ্গে যাবে?’’ বাজের মালিক সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘‘হ্যাঁ, অবশ্যই। ও আমাদের সঙ্গেই যাবে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৭:১১
falcon which had its passport

ছবি: সংগৃহীত।

পশ্চিম এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরশাহি। শাহি আদবকায়দায় জীবন কাটান এখানকার ধনকুবেররা। তাঁদের বিলাসব্যসন ও অদ্ভুত খেয়াল সর্বজনবিদিত। বিলাসবহুল ও আভিজাত্যে ভরা জীবন কাটানো ধনী ব্যক্তিরা প্রায়শই বিদেশি প্রাণীদের পোষ্য হিসাবে রাখেন। সেই পোষ্যেরাও মালিকদের মতো বিলাসিতা ও আরামের জীবন উপভোগ করে। এমনই একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে বিমানসফরে বেরিয়েছে এক পোষা বাজ। ভিডিয়োটি আবুধাবির একটি বিমানবন্দরে তোলা হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি শুরু হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির ঐতিহ্যবাহী পোশাক পরা এক ব্যক্তি ও অন্য এক কৌতূহলী যাত্রীর কথোপকথনের মধ্যে দিয়ে। সাদা পোশাক পরা আমিরশাহির বাসিন্দা তরুণের হাতে বসেছিল একটি বড়সড় বাজ। শিকারি পাখিটিকে দেখে অবাক হয়ে অন্য তরুণ জিজ্ঞাসা করেন, ‘‘পাখিটিও কি বিমানে আমাদের সঙ্গে যাবে?’’ বাজের মালিক সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘‘হ্যাঁ, অবশ্যই। ও আমাদের সঙ্গেই যাবে।’’ বাজপাখির মালিক মরক্কো যাচ্ছিলেন। কৌতূহলী তরুণ পাখিটি কোন জাতের তা জিজ্ঞাসা করেন। তখনই পাখির মালিক একটি ‘ফ্যালকন পাসপোর্ট’ বার করে দেখান। এতে পাখিটির লিঙ্গ, জন্মস্থান ও পূর্ববর্তী ভ্রমণের স্থান-সহ সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত ছিল।

২৮ এপ্রিল ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘‘এই বাজটি আমার চেয়ে বেশি ভ্রমণ করেছে।’’ দ্বিতীয় জন লিখেছেন, ‘‘পাখিটির পাসপোর্টে সম্ভবত আমার চেয়ে বেশি স্ট্যাম্প আছে।’’ ইনস্টাগ্রামে এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহি বলেই এটি একটি স্বাভাবিক ঘটনা।’’

animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy