মেয়েদের আঁকার ‘প্রতিভা’র জন্য পণ্ড হল মায়ের বিদেশ ভ্রমণের পরিকল্পনা। বিমানবন্দরে গিয়ে ফাঁস হল খুদেদের কীর্তি। দুই সন্তানের মা ঠিক করেছিলেন, সংসার থেকে ছুটি নিয়ে কয়েক দিনের জন্য বেড়াতে যাবেন। বেড়াতে যাওয়ার উত্তেজনায় তরুণী তাঁর ব্যাগ গুছিয়ে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বাড়ির দুই খুদে সদস্যের কীর্তির কথা ঘুণাক্ষরেও টের পাননি মা। সন্তানদের জন্য তরুণীকে বিড়ম্বনায় পড়তে হয় বিমানবন্দরে গিয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মেক্সিকোর বাসিন্দা ওই তরুণী। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে বিমানবন্দরে পৌঁছে নিজের পাসপোর্টটি ক্যামেরার সামনে তুলে দেখাচ্ছেন তরুণী। পাসপোর্ট জুড়ে রঙিন ছবির ছড়াছড়ি। প্রতি পাতা জুড়ে রয়েছে কাঁচা হাতের আঁকা ছবি ও আঁকিবুঁকি। ইমিগ্রেশন কাউন্টারে তরুণী পাসপোর্টটি দিতেই তাতে স্ট্যাম্প দেওয়ার পরিবর্তে সেটি তাঁকে ফিরিয়ে দেন আধিকারিকেরা। মায়ের পাসপোর্টের শেষ পাতা পর্যন্ত মনের মাধুরী মিশিয়ে হরেক রকম রং দিয়ে বিভিন্ন ছবি, কাটাকুটি খেলা করে রেখেছে তাঁর কন্যারা। সেখানে স্ট্যাম্প দেওয়ার কোনও জায়গা রাখেনি তারা। তরুণীর পাসপোর্টটি বাতিল করা ছাড়া কোনও উপায় ছিল না। ফলে বিদেশভ্রমণের পরিকল্পনা ত্যাগ করে বাড়ি ফিরে আসতে বাধ্য হন তিনি।
ভিডিয়োটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি রাগও করতে পারছি না।’’ যদিও তাঁর কণ্ঠে হতাশার সুর স্পষ্ট। ভিডিয়ো দেখে অনেকেই তরুণীকে সহানুভূতি দেখিয়েছেন। আবার অনেক নেটাগরিকই নিজেদের সন্তানদের দুষ্টুমির কাহিনি শুনিয়েছেন। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ১ লক্ষ ৩৩ হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়।