Advertisement
E-Paper

সমাজমাধ্যমে নজর কাড়়তে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লেন যুবক! তার পর...

একটি অন্যতম ব্যস্ত লেভেল ক্রসিংয়ের গেট পেরিয়ে রেললাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়েন এক যুবক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
A person stood in front of the train for which had to be stopped

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে ভাইরাল হতে গিয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লেন এক যুবক। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন তিনি। ঘটনাটি উত্তরপ্রদেশের বরাবাঁকি এলাকার একটি লেভেল ক্রসিংয়ের। তবে কবে এই ঘটনা ঘটেছে তার সঠিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরাবাঁকির একটি অন্যতম ব্যস্ত লেভেল ক্রসিংয়ের গেট পেরিয়ে রেললাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়েন যুবক। সামনে আসা একটি ট্রেনকে থামিয়ে দেওয়াই ওই যুবকের উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। ট্রেনটির গতি কম থাকায় ও চালকের তৎপরতায় ভাগ্যক্রমে বেঁচে যান ওই যুবক। যুবককে দেখে চালক দ্রুত ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। ট্রেনটি যুবকের কাছে আসার সঙ্গে সঙ্গেই তিনি রেলের ট্র্যাক থেকে সরে যান। এই ঘটনা দেখে চালকও রেগে গিয়ে ওই যুবকের উদ্দেশে চিৎকার করে কিছু বলতে থাকেন। তার পর কী ঘটেছিল সেটি ভিডিয়োয় দেখা যায়নি। ভিডিয়ো দেখে বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই মন্তব্য করেছেন, যুবক ওই সময়ে মত্ত অবস্থায় ছিলেন। যুবকের এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছেন নেটাগরিকেরা।

Viral Video train Bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy