Advertisement
E-Paper

মায়ের কোটি টাকার গয়না ৬৮০ টাকায় বিক্রি করে ঠোঁট সাজালেন কন্যা, কিনলেন দুলও!

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, সাংহাইয়ের বাসিন্দা এক কিশোরী তাঁর মায়ের দশ লক্ষ ইউয়ান বা ১.১৬ কোটি টাকার অলঙ্কার চুরি করে মাত্র ৬০ ইউয়ান দামে বিক্রি করে।

A teenage girl in Shanghai sold her mother\\\\\\\'s jewellery worth 1.16 crore for just 680 to buy lip studs

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫
Share
Save

নিজের ঠোঁটকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলার জন্য মায়ের কোটি টাকার বেশি অলঙ্কার বিক্রি করে দিলেন কন্যা। বাড়ির সকলের অজান্তেই বহুমূল্য হাতের অলঙ্কার, গলার হার-সহ নানা রত্ন মাত্র ৬৮০ টাকার বিনিময়ে তা বিক্রি করে দেন ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, সাংহাইয়ের বাসিন্দা এক কিশোরী তাঁর মায়ের দশ লক্ষ ইউয়ান বা ১.১৬ কোটি টাকার অলঙ্কার চুরি করে মাত্র ৬০ ইউয়ান দামে বিক্রি করে। সেই টাকা দিয়ে তিনি নিজের ঠোঁট সাজানোর অলঙ্কার ও কানের দুল কিনেছেন ।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই কিশোরীর মা ওয়াং, ‘পুতুও ওয়ানলি’ থানায় চুরির ঘটনাটি জানান। ওয়াং পরে আবিষ্কার করেন যে তাঁর মেয়ে লি, অজান্তেই সেই জ়েড পাথরের দামি অলঙ্কারগুলি নকল ভেবে অন্য দোকানে বিক্রি করে দিয়েছে। ওয়াং পুলিশকে জানান, কয়েক দিন আগে তাঁর মেয়ে কিছু টাকা চেয়েছিল। কিসের জন্য সেই টাকা দরকার তা জিজ্ঞেস করায় লি জানান তিনি নিজের জন্য অলঙ্কার কিনতে চান। লি জানান ৩০ ইউয়ান দিয়ে একটি লিপ স্টাড এবং আরও একটি কানের দুল কিনতে চান। সেটির দামও ৩০ ইউয়ান। ফলে মোট ৬০ ইউয়ান মায়ের থেকে চেয়েছিলেন তিনি। সেই টাকা না পেয়ে কিশোরী লি চুপিসারে মায়ের অলঙ্কার নিয়ে তা দোকানে বিক্রি করে টাকা নিয়ে আসেন। পুলিশ তদন্ত করে যেখানে জিনিসপত্র বিক্রি করা হয়েছিল সেই দোকানটি খুঁজে বার করে দামি গয়না ও পাথরগুলি উদ্ধার করে ওয়াংয়ের হাতে তুলে দেয়।

Necklace lips China

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}