Advertisement
E-Paper

কাল হল অতিরিক্ত আত্মবিশ্বাস! খালি হাতে গোখরো ধরতে গিয়ে কামড় খেলেন কনস্টেবল, মৃত্যু এক ছোবলেই

কনস্টেবল সন্তোষ প্রায় ১৭ বছর ধরে প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে পুলিশের ঘোড়ার আস্তাবলে একটি সাপ দেখা যায়। সাপ ধরতে পারার ক্ষমতা ও সাপের সঙ্গে পরিচিত থাকার কারণে প্রায়শই এই ধরনের কাজের জন্য ডাকা হত সন্তোষকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৫
constable casually catching a snake that ultimately cost him his life

ছবি: সংগৃহীত।

সাপ ধরতে ওস্তাদ বলে খ্যাতি ছিল কর্মক্ষেত্রে। কোথাও সাপের দেখা মিললেই ছুটে এসে সাপ উদ্ধার করতেন। সেই সাপ ধরতে গিয়েই প্রাণ দিলেন মধ্যপ্রদেশের ইনদওরের কনস্টেবল সন্তোষ সিংহ। গত শনিবার রাতে তিনি একটি বিষধর গোখরোর কামড়ে মারা যান বলে খবর। সাপটি উদ্ধার করার সময়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কনস্টেবল সন্তোষ প্রায় ১৭ বছর ধরে প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে পুলিশের ঘোড়ার আস্তাবলে একটি সাপ দেখা যায়। সাপ ধরতে পারার ক্ষমতা ও সাপের সঙ্গে পরিচিত থাকার কারণে প্রায়শই এই ধরনের কাজের জন্য ডাকা হত সন্তোষকে। তাঁকে এটি ধরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে বন্ধ জানলা খুলে সাপটিকে চোখের নিমেষে খালি হাতেই কব্জা করে ফেলেন তিনি। কোনও আত্মরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায়নি তাঁকে। সাপটিকে তিনি হাতে পেঁচিয়ে ধরে থাকার সময় গোখরোটি হাতে কামড়ে দেয়।

সাপে কামড়ানোর পরও তেমন বিচলিত হতে দেখা যায়নি সন্তোষকে। বরং সাপে কাটার পর হাতের আঙুল মুখে পুরে চুষতে থাকেন তিনি। সন্তোষের সহকর্মী সঙ্গে সঙ্গে সন্তোষকে হাসপাতালে নিয়ে যান। বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। সেই রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে অত্যন্ত মর্মান্তিক বলে মনে করছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘গোখরোটিকে হালকা ভাবে নিয়েছিলেন, সুরক্ষা ছাড়া সাপ ধরতে যাওয়া বোকামি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কনস্টেবলের মৃত্যু আমাদের মনে করিয়ে দিয়েছে যে বিষাক্ত সাপ ধরা শুধু অভিজ্ঞতার বিষয় নয়।’’

Indore animal video Cobra snake bite
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy