কমোডের ভিতর থেকে ফণা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ যম। রাজস্থানের একটি হোটেলের ঘরে দেখা মিলল পাঁচ ফুটের এক গোখরোর। কমোডের ভিতর থেকে হিসহিস শব্দ শুনে অতিথিদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। পুষ্করের একটি হোটেলের ঘরের শৌচাগারে দেখা মিলেছে সাপটির। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শৌচাগারের কমোডের ভিতরে ঢুকে বসেছিল বিষধর গোখরোটি। হোটেলের দ্বিতীয় তলার একটি ঘরের অতিথিরা সাপটিকে দেখে চমকে ওঠেন। হোটেলে থাকা এক জন পর্যটক শৌচাগারটি ব্যবহার করতে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি কমোডের ভিতরে বসে থাকা বিষাক্ত সাপটিকে দেখতে পান। ঘরে যাঁরা ছিলেন তাঁরা দৃশ্যটি ক্যামেরাবন্দি করছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, গোখরোটি হাতের পাঞ্জার মাপের ফণা তুলে অল্প অল্প দুলছে। দেহের অর্ধেকটা বার হয়ে আছে। বাকি অংশ কমোডের ভিতরে। সাপের উপস্থিতির খবর ছড়াতেই হোটেল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অতিথিদের অভিযোগ পেয়ে হোটেল কর্তৃপক্ষ তড়িঘড়ি সাপ উদ্ধারকারী দলকে খবর পাঠান। দলের সদস্যেরা এসে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে আসেন।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দ্যঅ্যাক্স়ড্রপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে চমকে উঠেছেন নেটাগরিকেরা। প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যখনই আমি বাথরুমে যাই তখন আমার দুঃস্বপ্ন।’’ অন্য এক জন মজার ছলে লিখেছেন, ‘‘এই শৌচাগারে বসলেই সমস্ত পাপ ধুয়ে যাবে।’’