পাহাড়ি এলাকায় নদীর ধারে বেড়াতে গিয়ে ছবি তোলার জন্য অনেকেই প্রাণের মায়া ত্যাগ করে বসেন। সাবধানতা অবলম্বন না করেই ঝুঁকি নিয়ে এমন সব জায়গায় চলে যান যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি। তেমনই একটি মারাত্মক ঘটনার মুখোমুখি হলেন এক মহিলা। উত্তরাখণ্ডের একটি পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে পা পিছলে পড়ে স্রোতে ভেসে গেলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মহিলা পাথরে পা দিয়ে সঙ্কীর্ণ একটি জায়গায় নামার চেষ্টা করছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে মহিলা পর্যটক একটি পাথুরে জায়গায় দাঁড়িয়েছিলেন। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল খরস্রোতা নদীটি। পাথর টপকানোর চেষ্টা করতেই পা হড়কে গিয়ে সোজা স্রোতের মধ্যে পড়েন তিনি। চোখের নিমেষে তিনি ভেসে যান নদীতে। নীচের দিকে নদীর স্রোত কিছুটা কম থাকায় ভাগ্যের জোরে বেঁচে যান ওই পর্যটক। একটি পাথর ধরে ভেসে যেতে যেতে নিজেকে বাঁচিয়ে নেন তিনি। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের কারণে এই সময়ে উত্তরাখণ্ডের নদীগুলি ফুঁসছে। তাই ছবি, রিল বা ভিডিয়ো তৈরির সময় স্রোতের কাছে যাওয়ার ঝুঁকি নেওয়া উচিত নয়। এই মহিলা পর্যটকের মতো একই পরিণতির মুখোমুখি হতে হতে পারেন যে কেউই।
ভিডিয়োটি ‘অজিতসিংহরাঠি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর এটি দেড় লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োয় মহিলার পরিণতি দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কেউ যদি আত্মহত্যা করতে চান তাহলে তাঁকে রোখে কার সাধ্য।’’ দ্বিতীয় জন লিখেছেন, ‘‘এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই রিলের ভূত মাথা থেকে নেমে যাবে।’’