কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক ছড়ায় দোহা জুড়ে। কাতারের রাজধানী দোহায় সোমবার গভীর রাতে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহার আকাশ জুড়ে বিস্ফোরণের আলোর ঝলকানি দেখা যায় বলেও দাবি। ক্ষেপণাস্ত্র হামলার আবহে আতঙ্ক ছড়ায় দোহার একটি শপিংমলে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ার পরই প্রাণ বাঁচিয়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। হামলার আতঙ্কে শপিং মল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকেন ক্রেতারা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হামলার ঘটনা চাউর হতেই ক্রেতারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছেন। দোহার ভিলাজিও মলে ত্রস্ত পুরুষ, মহিলারা শিশুদের নিয়ে বেরিয়ে আসার জন্য তাড়াহুড়ো করার ফলে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। আতঙ্কে চিৎকার করতে থাকেন মহিলা ও শিশুরা। কোনও রকমে মল থেকে বেরোনোর জন্য তাঁরা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
কাতারের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে দোহার ভারতীয় দূতাবাস। কাতারে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে, সকলকে শান্ত থাকার এবং কাতার প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শও দিয়েছে ভারতীয় দূতাবাস। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কাতারে আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পরে এই হামলার সত্যতা স্বীকার করে কাতারও। একই সঙ্গে এই হামলার নিন্দাও করা হয়েছে কাতারের তরফে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনও রকম ক্ষতি হওয়ার আগেই ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সমস্ত উড়ান সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরদিন পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।